পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शिषंीयः של ג'סי “আমাদের ‘আপনি’—ৰলিৰেন না। জামাদের অপরাধ হয়।” ৰঙ্কিম বাবু একটু হাসিলেন, ৰলিলেন “আচ্ছা, বলো” । আমরা সেই কোঁচে বসিলাম। মনে একটু ভরসা হইয়াছিল ; বঙ্কিম বাবু বাঘ নন, ৰাঙ্গালার সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক, হাসিয়া হাসিয়া কথা কন ; গলা-ধাক্কার সম্ভাবনাও অসম্ভব বলিরা মনে হইতেছে ! আমাদিগকে নীরব দেখিয়া বঙ্কিম বাবু বলিলেম,“তোমাদেৱ দু’জনকেই আমি জানি । তুমি ত বিস্তাসগরের দৌহিত্র ? তোমার নাম সুরেশ, নয় ?” আমি বলিলাম, “আজ্ঞে হা” আমি বিক্ষিত ইয়া বঙ্কিম বাবুর মুখের দিকে চাহিয়া রহি লাম। বঙ্কিম বাবু বলিলেন, “তোমার আশ্চৰ্য্য মনে হইতেছে ? সেদিন দীনবন্ধুর পৌত্রীর বিবাহে নিমন্ত্রণ রাখিতে গিয়াছিলাম । দরজার কাছে তুমি, তোমার সঙ্গে বন্ধুদের মজলিস করিতেছিলে । আমাদের ছেম করের ছেলে পণ্টও তোমামের সঙ্গে ছিল। তোমাদের আমোদ দেখে আমাদের ছেলেবেলা মনে পড়ে গেল। দেখলুম, তুমিই জমিয়ে রেখেছ। শরৎকে জিজ্ঞাসা করে শুনলুম, তুমি বিদ্যাসাগরের নাতী, তোমার নাম সুরেশ । পরে বঙ্কিমকে বল্লুম তোমাকে ডাকৃতে । বঙ্কিম যাচ্ছিলেন –আমি আবার বললুম, -- ওরা আমোদ করছে—করুক ; ডেকো না, বুড়োর কাছে এসে কি হবে ? এখানে থেকেই ওদের হাসি তামাসা দেখি ।” দীনবন্ধু সেই দীনের বন্ধু, নীলকরের যম, বাঙ্গালীর প্রাতঃ