পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্কিম-গুলজ 6 לס স্মরণীর স্বৰ্গীয় রায় দীনবন্ধু মিত্র বাহাদুর । শরৎ তাহার দ্বিতীয় পুত্ৰ। ৰঙ্কিম তাহার তৃতীয় পুত্র-এখন বঙ্গসাহিত্যে সুপ্রতিষ্ঠ, বর্তমানে সুকবি ও দার্শনিক, কলিকাতার ছোট আদালতের জজ । পণ্ট—পিসি, কর, ওরফে প্রথমচন্দ্র কর, কলিকাতা হাইকোর্টের জ্যাটী, অধুনা লোকান্তরিত হেমচন্দ্র কর মহাশয়ের পুত্র। চেমৰাবুও ডেপুট ছিলেন, বঙ্কিম বাবুর সমকক্ষী। তাহার পর মুনীর দিকে ফিরিয়া বলিলেন, “তোমাকেও জামি জানি। তোমার বাপ ঘনশ্বামের সঙ্গে আমার অনেক দিনের আলাপ। তুমি ষেবার বি, এ, দাও, সেবার আমিও ইউনিভাসিটি- হলে গিয়াছিলাম। কোকড় কোকড় বাবর চুল এত জয় বয়সে বি, এ, দিচ্ছ দেখে ত্ৰৈলোক্যকে জিজ্ঞাসা করলাম, ‘এছেলেটা কে ছে? খুব অল্প বয়সে বিএ, দিচ্ছে ত? চেনে ? ত্রৈলক্য বললে—“নামের ছেলে।” তোমার ডাকনাম মুয়ী ? ভাল নাম কি ?” মুনী বলিল, “জ্ঞানেন্দ্রনাথ গুপ্ত।” বঙ্কিম বাবু বলিলেন, “তুমি কি কচ্ছ?” মুী বলিল, “আমি এম, এ, দিয়াছি।” আমি বলিলাম, ও আবার এম, এ, দেবে বলে পড়ছে। মামরা বলছি, তুমি বিলেতে যাও, সিভিলিয়ান হবার চেষ্টা কৰ । বঙ্কিম বাবু বলিলেন, ওর বাবা কি বলেন ?” আমি বলিলাম, “তার অমত নাই। বঙ্কিম বাবু বলিলেন, “তবে আবার এম, এ, কেন ?”