পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমপ্রসঙ্গ \రిస বঙ্কিম বাবু আমাকে বলিলেন, “সে কি ? দেশের লোক তার পরামর্শ নিয়ে কাজ করে, আর তুমি তাকে না বলে’ কাগজ বার করে ফেল্পে। তিনি শুনলে রাগ করবেন না ?” আমি বলিলাম, "বোধ হয় শুনেছেন। কিন্তু আমি জিজ্ঞাসা করি নি।” বঙ্কিম বাবু বলিলেন, "দেখ, লেখা টেখ মন্দ নয়। কিন্তু তোমাদের এখন পড়বার সময়—এতে অনেক সময় নষ্ট হয়। জীবিকার জন্তে ত কিছু করা চাই। এতে উপার্জনের আশা নাই। আমরা কলেজ থেকে বেরিয়ে এ সব কাজ করেছি। এই চাকরী করতে করতে লেখার জন্যে ছুটী নিয়ে এখন ভুগছি। এতদিন পেন্সন নেওয়া যেতে,—মার ভাল লাগে না,শরীরও বয় ন। কিন্তু সেই ছুটিগুলো এখন পুষিয়ে দিতে হচ্ছে।’ বঙ্কিমবাবু তখনও পেন্সন গ্রহণ করেন নাই –আমি নিরুত্তর । মুন্নী আমাকে উদ্ধার করিল । সে বলিল, “বিদ্যাসাগর মহাশয় ওদের দু' ভাইকে স্কুলে দেন নি। বাড়ীতে পড়ান” বঙ্কিমবাবু বলিলেন, “কেম ? তার নিজের স্কুল কলেজ রয়েছে, নাতীদের স্কুলে পড়ান না ? এর মানে কি ? মুনী বলিল, “তিনি ওদের সংস্কৃত পড়িয়েছেন। তার মত, আগে ংস্কৃত পড়ে, পরে ইংরেজী পড়লে শীঘ্র শেখ দায়। ওরা বাড়ীতে পড়ে। তিনি বলেন, ভাল করে পড়া শুন করে ওরা বাঙ্গলা লিথ বে। তিনি নিজে সময় পান নি, যা সাধ ছিল, লিখতে পারেন নি। ওদের দিয়ে লেখাবেন ।”