পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঞ্চিম-প্রসঙ্গ •8* “কেহ নয় । আমরা সখ করিয়া ছাপি ! এক জন গ্রাহক হইয়াছেন " প্রমথবাবু নাম পলিলাম। বঙ্কিমবাবু বলিলেন, “আমি পরিষ্কার পরিচ্ছন্ন ছাপা তালৰাসি। আমার বইগুলি এখন ভাল করিয়া ছাপাইতেছি । বাধাইয়া দিতেছি। কাজেই দামও বাড়াইতে হইয়াছে।” আমি বলিলাম, “আমাদের দেশের লোক বেশী দাম দিয়া কিনিতে পারিবে কি ? বোধ হয়, বিক্ৰী কমিয়া স্বাক্টবে।” বঙ্কিমবাবু বলিলেন “তা হ’তে পাবে। কিন্তু তামার সমস্ত বই ঐ রকম করিয়া ছাপিব ” আমি বলিলাম "দাম সস্ত হইলে সকলে পড়িতে পারিত। বড় বড় ইংরেজ লেখকদের বই কত সস্তায় পাওয়া যায়।” “তা বটে। আমি "তাও ভাবিয়া দেখিয়াছি। আমার মনে *H, a grz-i asszis cheap literature 4: HNF FR নাই । আমার মনে হয়, উপন্যাসের মূল্য অধিক হইলে ক্ষতি নাই।” আমি প্রকারাস্তরে প্রতিবাদ করিবার জন্য বলিলাম,“সকলের সুবিধার জন্য আমরা সাহিত্যে’র বার্ষিক মূলা দুষ্ট টাকাই রাথিয়াছি।” বঙ্কিমবাবু একটু হাসিয়া বলিলেন, ‘ তোমাকে আর একদিন বলিয়াছিলাম—‘সাহিত্যের দাম তিন টাকা করিয়া দাও। যাহারা দুই টাকা দিতে পারে, তাহারা তিন টাকাও দিতে পারে। যাহারা তিন টাকা, দুষ্ট টাকা, কিছুই দিতে পাবে না, তাহার। কিছুষ্ট কেনে না । ‘বঙ্গদর্শনে’র সময়েও দেখেছি, 'প্রচারে ও দেখি