পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8ty ৰঞ্চিম-প্রসঙ্গ স্বাছি ;—যে শ্রেণীর লোক গ্রাহক ভয়, দুষ্ট এক টাকায় তাহাদের আসে যায় না ।” “যাহারা খুব গরীব তাছারা কি পড়িতে পাইবে না।” “খুব গরীব, অথচ পড়িতে জানে, পড়িতে চায় এমন লোকের সংখ্যা এখনও এ দেশে অত্যন্ত অল্প ! আমাদের দেশে সাধারণের শিক্ষার ব্যবস্থা নাই ; নাচ শিক্ষিতের সংখ্যা বড় অল্প । cheap literatureএর এখন ও সময় হয় নাই । চহার অত কারণও আছে । সকল জিনিষ সকলের হাতে দেওয়া উচিত নয় । সকল বষ্ট সাধারণে না পড়িলেও কোন ও ক্ষতি নাই। কতকটা পড়া শুনা থাকিলে যে সব জিনিষ পড়া চলে, খুব অল্পশিক্ষিতের পক্ষে সে সব বই পড়িলে চিন পরীত হইতে পারে। দেশের অবস্থার X= cheap literature ( ) (IC3 ” তারপর সাহিত্যথানি তুলিয়া লইয়া দলিলেন, “দিব্যি 'getup হইয়াছে।” আমি বলিলাম, “আমরা ত আর কিছু করিতে পারিব না । কাগজে, মলাটে, বাহারে বা ভয়—* “কেন ? তোমাদের কাগজ ত বেশ হইতেছে।” আমি বলিলাম, “আপনি যদি লিঙ্গদর্শন ঘুড়ির কাগজে বটতলার ছাপাখানায় ৮ পিয়া দিতেন, তাঙ্গ৷ হইলেও ক্ষতি ছিল না । আমন কাগজ আর হইবে না । আমরা তমন লেখা কোথায় পাঠব ?” মনে করিয়াছিল,ম, বঙ্কিমবাবু ইছাতে সায় দিবেন ; বলিবেন,