পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র ও কথকঠাকুর ૨ (t লেন, সভাস্থ সকলে আশ্চৰ্য্যান্বিত হইল, কিছু বুঝিতে পারিল FII || একদিন কথকঠাকুর একটা গীত ( মদন মদ ঈশ ইত্যাদি ) গাহিতে গাহিতে অনেক প্রকার মুখভঙ্গী ও অঙ্গভঙ্গী করিতে লাগিলেন। প্রতিভাশালী বঙ্কিমচন্দ্র আমার দুই হাত ধরিয়া বলিলেন, “দুই আঙ্গুল দ্বারা দুই কাণ বন্ধ কর দেখি।” আমি তাহাই করিলাম। বঙ্কিমচন্দ্র জিজ্ঞাসা করিলেন, “গান গুনতে পাচ্ছিস্ ?” আমি উত্তর করিলাম, “একটু একটু পাচ্ছি ” বঙ্কিম । “আরও জোরে কাণ বন্ধ কর।” এই বলিয়া আমার হাত ধরিয়া দেখাইয়া দিলেন। আমি তাঁহাই করিয়া বললাম, "এখন কিছুই শুনিতে পাই না।” বঙ্কিমচন্দ্র বলিলেন, “তবে একবার কথকঠাকুরের মুখপানে চ৷ দেখি !" আমি কিছুক্ষণ চাহিয়া চাহিয়া চীৎকার করিয়া হাসিয়া উঠিলাম, সঙ্গে সঙ্গে বালক বঙ্কিমচন্দ্র হাসিয়া উঠিলেন ; কিন্তু সম্মুখে আমাদের জ্যেষ্ঠাগ্রজের চোখরাঙ্গ ভুরুভাঙ্গ দেখিয়া আমরা মাথা হেঁট করিলাম। বোধ হয়, এ স্থলে আর বুঝাইতে হইবে না যে, যদি এক জন বধির কোনও মুদ্রাদোষবিশিষ্ট গায়কের গান শুনিতে বসেন, তিনি গান শুনিতে পাইবেন না, কেবল গায়কের হাত মুখ নাড়া, নানাপ্রকার অঙ্গভঙ্গী ও দন্তের নানারূপ বিকাশ দেখিয়া হাসিয়া উঠিবেন। আমার তাহাই ঘটিয়াছিল। বঙ্কিমচন্দ্র যৌবনে ঐক্লপ ছটামী করিতেন, যদি কোনও গায়কের গান ভাল না লাগিত, আপনি আপনার কান টিপিয়া গায়কের মুখ-প্রতি চাহিয়া