পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oe বঙ্কিম-প্রসঙ্গ পৌরজনের মধ্যে কেহ জানিতে পারে নাই, কেবল র্তাহার অনুজ ( এই লেখক ) যিনি বঙ্কিমচন্দ্রের ঘরে শয়ন করিতেন, তিনিই জানিতেন, কিন্তু ভয়ে ঐ কথা গোপন রাখিয়াছিলেন। অনুজ কিছু দূর র্তাহার পশ্চাদমুসরণ করিয়াছিলেন বটে, কিন্তু ধমক খাইয়া ফিরিয়া আসিয়াছিলেন । তখন বঙ্কিমচন্দ্র ঈশ্বর গুপ্তের সাক্রেত; সাধুরঞ্জন’ ও ‘প্রভাকরে লিখিতে আরম্ভ করিয়াছেন। দীনবন্ধু ও দ্বারকানাথ অধিকারীর সহিত কবিতা লেখার যুদ্ধ করিতেন। নিশীথে খাল-বিচরণ অতি অল্পদিনের মধ্যেই কলম-জাত হইল, যথা :– “মহারণ্যে অন্ধকার গভীর নিশায় । নিৰ্ম্মল আকাশ নীলে, শশী ভেসে যায় ॥ কাননের পাতা ছাদ নাচে শশিকরে। পবন দোলায় তায় মুমধুর স্বরে। নীচে তার অন্ধকার, আছে ক্ষুদ্র নদী। অন্ধকার, মহাস্তব্ধ, বহে নিরবধি । ভীম তরুশাখা যথা পড়িয়াছে জলে। কল কল করি বারি মুরবে উছলে । আঁধারে অস্পষ্ট দেখি যেন বা স্বপন । কলিকাস্তবকময় ক্ষুদ্র তরুগণ ॥ শাখার বিচ্ছেদে কভু, শশধর-কর। স্থানে স্থানে পড়িয়াছে নীল জলোপর।” -जलिङ ७ यांनन् ।