পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্রের বাল্যশিক্ষা 8X ছিলেন। বঙ্কিমচন্দ্রকে দেখিবামাত্র তিনি ডাকিয়া কাছে বসাইলেন, এবং শ্ৰীকৃষ্ণের সম্মুখে বসিয়া বালক বঙ্কিমচন্দ্রকে শ্ৰীকৃষ্ণের অনেক কথা শুনাইতে লাগিলেন। এই উপলক্ষে বঙ্কিমচন্দ্র ৰ্তাহাকে একটা প্রশ্ন করিলেন । প্রশ্নটা এই যে, যে শ্ৰীকৃষ্ণকে দেখিবার জন্ত আপনি কষ্ট করিয়া আসিয়াছেন, যে শ্ৰীকৃষ্ণের নাম ইতর-ভদ্র মেয়ে-পুরুষ সকলেই জপ করিতেছে, সেই শ্ৰীকৃষ্ণ কি ষোলশ গোপিনীর ভৰ্ত্তা ছিলেন ? তিনি গোপিনীদিগের বস্ত্রহরণ করিয়াছিলেন ?—বঙ্কিমচন্দ্র ইহার পূৰ্ব্বে বাঙ্গালা শ্ৰীমদ্ভাগবত পাঠ করিয়াছিলেন। র্তাহার প্রশ্ন শুনিবামাত্র সমবেত পণ্ডিত ও ভদ্রলোকগণ স্তম্ভিত হইলেন। চূড়ামণিমহাশয় বঙ্কিমচন্দ্রকে আদর করিতে করিতে বললেন, এ প্রশ্নের উত্তর আমিতোমাকে পরে দিব, এক্ষণে বুঝাইবার চেষ্টা করিলেও তুমি তাহা বুঝিতে পারিবে না,তবে এইমাত্র জানিয়া রাখ যে, শ্ৰীকৃষ্ণ আদর্শ পুরুষ ও আদর্শ চরিত্র। এই প্রশ্নে কি প্রাচীন, কি যুব, সকলেই সে রাত্রে বঙ্কিমচন্দ্রের প্রতি বিরক্ত হইয়াছিলেন, কেন না, সকলেই শ্ৰীকৃষ্ণ-ভক্ত ! তাহার জানিতেন, ভগবান শ্ৰীকৃষ্ণরূপে পৃথিবীতে অবতীর্ণ হইয়া লীলাখেল করিয়াছিলেন । ক্ষুদ্র পল্লীগ্রামে সামান্য ঘটনা, সামান্ত কথা বহুদিন ধরিয়া আন্দোলিত হইয়া থাকে। বঙ্কিমচন্দ্রের এই কথা লইয়া কিছুদিন বিস্তর আন্দোলন চলিয়াছিল। সেই জন্তই কথাটা আমার স্মরণ আছে। আক্ষেপের বিষয়, বঙ্কিমচন্ত্রের পরম বন্ধু চূড়ামণিমহাশয় ইহার অল্পকাল পরেই স্বৰ্গারোহণ করিলেন। । -سسسسسسستسبتمبrس