পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র ও দীনবন্ধু বঙ্কিমচন্দ্র ও দীনবন্ধুর বন্ধুত্ব বঙ্গে আদর্শস্বরূপ ছিল। ইহাদের বন্ধুত্বের কথা বঙ্গদেশে সুশিক্ষিত-সমাজে বিখ্যাত। ইহারা যখন উভয়েই বালক, তখন ঈশ্বর গুপ্তের শিষ্য হইয়া “প্রভাকরে” লিখিতে আরম্ভ করিয়াছেন। বঙ্কিমচন্দ্রের বয়ঃক্রম তখন তের কি চোঁদ বৎসর হইবে উভয়েই কবিতা লিখিতেন। কখনও দেখাশুনা নাই, চোখোচোখি নাই, পত্রের দ্বারা এই সময় ইংদের বন্ধুত্ব জন্মিল। ইউরোপের Royal loversদের দ্যায় ভালবাসা জন্মিল। সৰ্ব্বদাই উভয়ে উভয়কে পত্র লিখিতেন, কখনও কখনও পত্রের ভিতর কবিতা থাকিত,—আদরের কবিতা, কখনও গালাগালির কবিতা থাকিত। “প্রভাকরে” দ্বারকানাথ, দীনবন্ধু ও বঙ্কিমচন্দ্র কবিতাতে পরম্পরকে গালি দিতেন। সংবাদপত্রে উহাকে কালেজীয় কবিতা-যুদ্ধ বলিয়া উল্লেখ করিত। বঙ্কিমচন্দ্র বলতেন, রহস্তপ্রিয় দীনবন্ধুর জন্ত উহা ঘটিয়াছিল। আমার স্মরণ আছে, বহুকালের কথা লে,—একদিম একখানি পত্র পড়িয়া বঙ্কিমচন্দ্র বড় হাসিয়া উঠিলেন। আমি জিজ্ঞাগা করিলাম, কে-পত্রে কি লিবিয়াছে? তিনি কোনও উত্তর নাদির (?