পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১২ কুঞ্জবনে কমলিনী। তাহার বসন্তারবি, বিশ্ববিমোহন ছবি, আনি দেহ মধুবন্ধু, মোর নিবেদন । , (উষ) X সৌরভ মণ্ডিত হেম কলেবর ; কপালে উজল তারক জলে ; কোকিল কৃজন ভাষ মনোহর; বিকচ কুসুম মালিকা গলে ; হাসিতে হাসিতে পূরব গগনে আইল আলোক বসনা উষা । বিফলা রজনী সখার বিহনে, কুক্ষণে করিল্প এবেশ ভূষা। ఏ পেয়ে প্রিয়কর বিকশিত হাসি, বদন বসন খুলিয়া ধীরে, . { অলি গুন গুন মধুর সস্তাষি, নাচয়ে নলিনী সরসীর্মীরে । হাসিতে হাসিতে পূরব গগনে আইল অালোক বসন৷ উষ । বিফল রজনী সখার বিহনে, কুক্ষণে করিন্থ এ বেশ ভূষা। انهيا রসে টস্ টস বসন্ত বল্লরী গাথিয়া পরিয়া ফুলের হার, প্রিয় চুম্ভতরু জড়াইয়া ধরি বিস্তারি মুখের স্বগন্ধ ভার। se হাসিতৃে হাসিতে পূরব গগনে আইল আলোকবসন উষ : বিফলা রজনী সখার বিহনে, । কুক্ষণে করি এ বেশভূষা । । চুম্বিয়া আনন্দে দেখ অলিকুল গুঞ্জরিয়া গান করিছে কাছে । হাসিতে হাসিতে পূরব গগনে আইল আলোক বসন৷ উষা । বিফলা রজনী সখায় বিহনে, কুক্ষণে করিমু এ বেশভূষা । - to: বিগত বিরহ নিশ অবসানে চক্রবাক যুগ সহর্ষমুখে, চাহে পরস্পর পরস্পর পানে, মগন নুতন প্রণয় মুখে । হাসিতে হাসির্তে পূরব গগনে আইল আলোক বসনা উষ । বিফলা রজনী সখীর বিহনে, কুক্ষণে করিনু এ বেশ ভূষা। ჯე মিলনে সকলে পুলকে বিহ্বল, নাহিক মিলন এ পোড়া ভালে ; আমায় কেবল, ঘেরে অবিরল, বিষম বিরহ তিমির জালে । , হাসিতৃে হাসিতে পূরব গগনে আইল আলোক বসনা উষা । বিফলা রজনী সখার রিহনে, কুক্ষণে করিমু এ বেশ ভূষণ । (মলয়ানিল) । X বন পরিমল বাসিত শীতল . - । মলয় অনিল মধুরভাষী, : o | রসাল মঞ্জরী, বকুলের ফুল, । ফুটিয়া কেমন রয়েছে গাছে; · 魯

  • . .