পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S > 8 রজনী । । - - - -: -च्च्नक ا ، هة ,tعة ,وهو 4) শ্রান্তি বোধ হইল। পুস্তক বন্ধ করিয়া হস্তে লইয়া, চিন্তা করিতে লাগিলাম। একটু নিদ্রা আসিল—অথচ নিদ্রা নহে। সে মোহ, নিদ্রার স্তায় স্থখকর বা তৃপ্তিজনক নহে । ক্লান্ত হস্ত হইতে পুস্তক খসিয়া পড়িল । চক্ষু চাহিয়া আছি— | বাহ বস্তু সকলই দেখিতে পাইতেছি কিন্তু কি দেখিতেছি তাহ বলিতে পারি না । অকস্মাৎ সেইখানে, প্রভাতবীচিবিক্ষেপচপলা কল কল নাদিনী নদী বিস্তৃতা দেখিলাম—যেন তথা উষার উজ্জ্বল বর্ণে পূৰ্ব্বদিক প্রভাসিত হইতেছে —দেখি সেই গঙ্গাপ্রবাহমধ্যে, সৈকতমূলে , রজনী! রজনী জলে নামিতেছে । ধীরে,ধীরে, ধীরে! অন্ধ! অথচ কুঞ্চিতক্র, বিকল, অথচ স্থিরা ; সেই প্রভাতশাস্তিশীতলা ভাগীরথীর স্তায় গম্ভীর, ধীর, ! সেই ভাগিরথীর স্তায় অস্তরে দুৰ্জ্জয় বেগশালিনী! ধীরে, ধীরে, ধীরে,—জলে নামিতেছে। দেখিলাম,কি স্বন্দর! রজনী কি স্বন্দরী । বৃক্ষ হইতে নবমুঞ্জরীর সুগন্ধের ন্যায়, দূরশ্ৰত সঙ্গীতের শেষভাগের ন্যায়, রজনী জলে, ধীরে—ধীরে—ধীরে, নামিতেছে! ধীরে রজনি! ধীরে! আমি দেখি তোমায় । তখন অনাদর করিয়া দেখি নাই, এখন একবার ভাল করিয়া দেখিয়া লই । ধীরে রঞ্জনি, ধীরে! তুর্মি | সৰ্ব্বত্যাগিনী, সন্ন্যালিনী,--সুবদনী, স্থ হাসিনী- , আমার মৃচ্ছ হইল। মুছার লক্ষণ | | সকল আমি অবগত নহি । যাহা পশ্চাৎ কথা কাহাকেও বলি নাই । --- শুনিয়াছি, তাহ বলিয়া কোন ফল নাই। আমি যখন পুনৰ্ব্বার চেতন প্রাপ্ত হুই | লাম, তখন রাত্রিকাল—আমার নিকট | অনেক লোক । কিন্তু আমি সে সকল । কিছুই দেখিলাম না। আমি দেখিলাম । —কেবল সেই মূছনাদিনী গঙ্গা, আর সেই মূহুগামিনী রজনী । ধীরে, ধীরে, ধীরে জলে নামিতেছে। চক্ষু মুদিলাম, তবু - দেখিলাম সেই গঙ্গা, আর সেই রজনী । আবার চাহিলাম, আবার দেখিলাম সেই । গঙ্গা আর সেই রজনী! দিগন্তরে চাহিলাম—আবার সেই রজনী, ধীরে, ধীরে, ধীরে, জলে নামিতেছে। উদ্ধে চাহিলাম—উদ্ধেও আকাশবিহারিণী গঙ্গা ধীরে, ধীরে, ধীরে বহিতেছে; আর আকাশবিহারিণী রজনী ধীরে, ধীরে, ধীরে নামিতেছে । অন্যদিকে মন ফিরাইলাম ; তথাপি সেই গঙ্গা আর সেই রজনী । আমি নিরস্ত হইলাম । চিকিৎসকেরা আমার চিকিৎসা করিতে লা গিল । 镰 অনেকদিন ধরিয়! আমার চিকিৎসা হইতে লাগিল, কিন্তু আমার নয়নাগ্র ইইতে রজনী রূপ তিলেক জন্য অস্তৰ্হিত । হইল না। আমি জানি না আমার কি ৷ রোগ বলিয়া—চিকিৎসকেরা কি চিকিংসা করিতেছিল। আমার নয়নাগ্রে । যে রূপ অহরহঃ নাচিতেছিল, डाशत्र

: - . . ... * : " " *'; r., . . .
  • - “... ----