পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

="— ਾਨ਼ )1 ভাঃ ४२०२ . به «۔ه विडीय विान्हन | - ওহে ধীরে, রজনি ধীরে! ধীরে, ধীরে, আমার এই হৃদয়মন্দিরে প্রবেশ কর । এত দ্রুতগামিনী কেন ? তুমি অন্ধ, পথ চেন না, ধীরে, রজনি ধীরে ! ক্ষুদ্র এই পুরী, আঁধার, আঁধার, আঁধার । চিরান্ধ কার | দীপশলাকার ন্যায় ইহাতে প্রবেশ । করিয়া অালো কর ;–দীপশলাকার দ্যায় আপনি পুড়িবে, কিন্তু এ অর্ণধার পুরী আলো করিবে । ওহে ধীরে, রজনি ধীরে! এ পুরী আলো কর, কিন্তু দাহ কর কেন ? কে জানে যে শীতল প্রস্তরেও দাহ করিবে— তোমায় ত পাষাণগঠিত, পাষাণময়ী জানিতাম, কে জানে যে পাষাণেও দlহ করিবে ? অথবা কে না জানে পাষাণ ও লোহের সংঘর্ষণেই অগ্ন্যুৎপাত হয়। তোমার প্রস্তরধবল, প্রস্তরশ্নিগ্ধদর্শন, প্রস্তরগঠিতবৎ মূৰ্ত্তি যতই দেখি, ততই দেখিতে ইচ্ছা হয় । পলকে, দেখিয়াও মনে হয় দেখিলাম কই ? আবার দেখি। আবার দেখি, অনুদিন, পলকে কিন্তু দেখিয়া তু সাধ মিটিল না । পীড়িতাবস্থায়, আমি প্রায় কাহারও সঙ্গে কথা কহিতাম না। কেহ কথা কহিতে আসিলে ভাল লাগিত না । , রজনীর কথা মুখে আনিতাম না—কিন্তু প্ৰলাপকালীন কি বলিতাম না বলিতাম, si : -- রজনী। २२d তাহা স্মরণ করিয়া বলতে পারি না। প্ৰলাপেক্তি সচরাচরই ঘটিত । । শয্যা প্রায় ত্যাগ করিতাম না। শু- : ইয়া শুইয়া কত কি দেখিতাম তাহ বলিতে পারি না । সমরক্ষেত্রে যবন নিপাত হইতেছে— রক্তে নদী বহিতেছে; কখন দেখিতাম, স্ববর্ণ প্রান্তরে হীরক বৃক্ষে স্তবকে স্তবকে . নক্ষত্র ফুটিয়া আছে। কখন দেখিতাম, আকাশমাগে, অষ্টশশিসমম্বিত শনৈশ্চর । মহাগ্ৰহ চতুশ্চন্দ্রবাহী বৃহস্পতির উপর মহাবেগে পতিত হইল—গ্রহ উপগ্রহ সকল খণ্ড খণ্ড হইয়া ভাঙ্গিয়া গেল— আঘাতোৎপন্ন বহ্নিতে সে সকল জলিয়া উঠিয়া, দহ্যমানাবস্থাতে মহাবেগে বিশ্বমণ্ডলের চতুর্দিকে প্রধাবিত হইতেছে। কখন দেখিতাম, এই জগং, জ্যোতিৰ্ম্ময় কান্তরূপধর দেবযোনির মূৰ্ত্তিতে পরিপূর্ণ; তাহারা অবিরত অস্বর পথ প্রভাসিত করিয়া বিচরণ করিতেছে ; তাহাদিগের ' অঙ্গের সৌরভে আমার নাসারন্ধ পরি: ' পূর্ণ হইতেছে। কিন্তু যাহাই দেখি না । —সকলের মধ্যস্থলে—রজনীর সেই প্রস্তরময়ী মূৰ্ত্তি দেখিতে পাইতাম। হায়! রজনি। পাথরে এত আগুন ! ধীরে, রজনি, ধীরে ধীরে, ধীরে, রজনি, ঐ অন্ধ নয়ন উল্মীলিত কর। দেখ, আমায় দেখ, আমি তোমায় দেখি । ঐ দেখিতেছি—তোমার নয়নপদ্ম ক্রমে প্রস্ফুটিত হইতেছে-ক্রমে, ক্রমে, ক্রমে, { ধীরে ধীরে, ধীরে ধীরে, নয়নরাজীব | কখন দেখিতাম, , |