পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কিবে না । ধৰ্ম্মরাজকে নিরীক্ষণ করিয়া আমার সকল i ক্লেশই অপনীত হইল ; আমি তোমা হইত্তে আর কোন অনিষ্ট আশঙ্কা করি ) . * Si器、かンw , رة عد ية به به } পরে যখন জয়দ্ৰথ দৃশ্যমান পাণ্ডবদিগের পরিচয় জিজ্ঞাসা করিতে লাগিলেন, তখন তিনি জয়দ্রথের রথ স্থা হইয়াও যেরূপ গৰ্ব্বিত বচনে ও নিঃশঙ্কচিত্তে অবলীলা ক্রমে স্বামীদিগের পরিচয় দিতে লাগিলেন, তাহা এস্থলে উদ্ধারের যোগ্য । “দ্রৌপদী কহিলেন,রে মূঢ় ! তুমি অতি নিদারুণ আয়ুঃক্ষয়কর কৰ্ম্মের অনুষ্ঠান করিয়া এক্ষণে ঐ সকল মহাবীরের পরি চয় লইয়া কি করিবে । উছার সমবেত হইয়া উপস্থিত হইয়াছেন ; আজি তোমাদিগের মধ্যে কেহই জীবিতাবশিষ্ট থাএক্ষণে অমুজগণের সহিত না। তুমি যে বিষয় জিজ্ঞাসা কবিলে ; আমি ধৰ্ম্মরোধে তাহার প্রত্যুত্তর প্রদান করিতেছি ; শ্রবণ কর । র্যাহার ধ্বজাগ্রভাগে নন্দ ও উপানামদ নামক সুমধুর মৃদঙ্গদ্বয় নিনাদিত হইতেছে। য়াহার বর্ণ কাঞ্চনের হ্যাঁয় গেীর; নাসা উন্নত ও লোচনদ্বয় তায় ত; উনিই আমার পতি, কুরুকুলশ্রেষ্ঠ রাজা যুধিষ্ঠির। কুশলাভিলাষী মমুষ্যের ধৰ্ম্মার্থবেত্তা বলিয়া উহার অমুসরণ করিরা থাকে । উনি শরণাগত শক্ররও প্রাণদান করেন; অতএব তুমি যদি আপনার শ্রেয় ইচ্ছ। কর; তাহা হইলে অস্ত্ৰ শস্ত্র পরিত্যাগ পুৰ্ব্বক কৃতাঞ্জলিপুটে অবিলম্বেই উহঁর । শরণাপন্ন হও । & “: C卤竹留11 যিনি শাল বুক্ষের হায় উন্নত ; ऍशत्र বাহুযুগল আজামুলম্বিত ; আনন ভ্ৰকুট কুটিল ও ক্রদ্বয় পরস্পর সংহত ধিনি মুহমু হু ওষ্ঠাধর দংশন করিতেছেন; উনি আমার পতি, মহাবীর বৃকোদর । আয়ানেয় নামক মহাবল অশ্বের প্রফুল্ল মনে উইারে বহন করিয়া থাকে। উছার কৰ্ম্ম সকল অলোকসামান্য এবং উহঁার ভীম এই সার্থক নামটি পৃথিবীতে কুপ্রচার হইয়াছে। উছার নিকট অপরাধী হইলে অতি বলবতী জীবিতাশা পরিত্যাগ করিতে হয় । ইনি শক্রতা কদাচ বিশ্বত হন না এবং শক্রর প্রাণাস্ত না করিয়া অন্তঃকরণে অণুমাত্র শাস্তিলাভ করেন না । ইহঁর নাম যশস্বী অৰ্জ্জুন। ইনি ধৰ্ম্ম । রাজ যুধিষ্ঠিরের ভ্রাতা ও প্রিয় শিষ্য ; ভয়, লোভ বা কামপরতন্ত্র হইয়া কদাচ ধৰ্ম্মপথ পরিত্যাগ করেন না এবং নৃশংসাচারেও নিরত নহেন । ইতি ধনুৰ্দ্ধরাগ্রগণ্য, সৰ্ব্বধৰ্ম্মার্থবেত্ত্বা এবং ভয়াৰ্ত্তের ত্ৰাত ; ইষ্ঠার অসামান্ত রূপলাবণ্য ত্রিলোকে প্রথিত আছে। অন্যান্ত ভ্রাতৃবর্গ সততই এই প্রাণপ্রিয় অৰ্জ্জুনের রক্ষণt. বেক্ষণ করিয়া থাকেন । এই মহাবীরের নাম নকুল, ইনি আমার পতি । ইনি খড়গযুদ্ধে অদ্বিতীয় ; আজি দৈত্যসৈন্য মধ্যবৰ্ত্তী দেবরাজ ইন্দ্রের ন্যায় রণস্থলে ইছার অদ্ভুত কৰ্ম্ম সমুদায় প্রত্যক্ষ করিবে । ইনি মহাবল পরাক্রান্ত, মতিমান ও মনস্বী এবং ধৰ্ম্মানুষ্ঠান দ্বারা ধৰ্ম্ম షా రిసె f