বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

se. দ্রৌপদী । , - রাজ যুধিষ্ঠিরকে নিরস্তর সন্তুষ্ট করিয়া থাকেন । আর র্যাহারে স্বর্য্যসম তেজঃসম্পন্ন দেখিতেছ ; উনি আমার পতি, সৰ্ব্বকনিষ্ঠ সহদেব, উর্হার তুল্য বুদ্ধিমান ও বক্ত। আর নাই । উনি অনায়াসে প্রাণত্যাগ বা অগ্নিপ্রবেশ করিতে পারেন; তথাপি অধৰ্ম্ম ব্যবহারে কদাচ প্রবৃত্ত হন না এবং কিছুতেই অপ্রিয় সহ করিতে পারেন না । উনি আর্য্য কুন্তীর প্রাণপ্রিয় পুত্র এবং ক্ষত্রিয়ধৰ্ম্মে একান্ত নিরত । যেমন অর্ণবমধ্যে রত্নপরিপূর্ণ নৌক৷ মকর পৃষ্ঠে আহত হইলে চূর্ণ ও বিকীর্ণ হইয়া যায়; এক্ষণে আমি সৈন্যগণমধ্যে তদ্রুপ বিক্ষোভিত ও অসহায় হইয়াছি । । তুমি মোহাবেশপরবশ হইয়া যাহাদিগকে এইরূপ অবমাননা করিতেছ; সেই পাণ্ড- ' বেরা তোমারে অবিলম্বে ইহার সমুচিত । প্রতিফল প্রদান করিবেন কিন্তু অদ্য যদি তুমি ইহঁাদিগের নিকট পরিত্রাণ প্রাপ্ত । হও; তাহা হইলে তোমার পুনর্জন্ম লাভ , হইৰে সন্দেহ নাই।”. . . ক্রমশঃ । দেবীবর ঘটক বিষয়ে যে প্রবন্ধ এই সংখ্যায় প্রকাশিত হইল, তাহা শ্ৰীযুক্ত লালমোহন বিদ্যানিধি প্রণীত “ সম্বন্ধনির্ণয়” নামক উৎকৃষ্ট অভিনব পুস্তকের এক অংশ। ঐ পুস্তক প্রকাশের পূৰ্ব্বে বিদ্যানিধি মহাশয় তদংশ বঙ্গদর্শনে সম্পাদকীয় উক্তি। প্রকাশার্থ প্রেরণ করিয়াছিলেন। ভাদ্র । মাসে ঐ প্রবন্ধটি যন্ত্রস্থ হইয়া প্রস্তুত । ছিল, কিন্তু নানা বিস্তু বশতঃ বঙ্গদর্শন প্রচারে বিলম্ব হইল। ইতিমধ্যে মুল পুস্তক প্রকাশ হইয়াছে। ८-न्”=ट्रन्ट्रक-द्र-८”...झञ्ज (बनन-ग, छा:, २९०९ ।। সিংহেয় মহাভারত হইতে । • এই প্রবন্ধ যাহা মহাভারত হইতে উদ্ধৃত করাগিয়াছে, তাহ কালীপ্রসন্ন