পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্মশানে ভ্রমণ । (বঙ্গদশম অশ্বিট, ১২r ৯ । পারে—যুগ যুগান্তরে হউক, কল্প কল্পীস্তরে হউক, সেই অকলঙ্ক চাদ আসিয়া আবার এ গগনে দেখা দিতে পারে। পুনর্জন্ম অসম্ভব নহে। তাহাতে— সেই অমূল্য নিধিতে—যাহা যাহা ছিল, সে সকলই আছে। কিছুই একেবারে বিলুপ্ত হয় না। সবই আছে, কে বল একত্রে নাই। সেই সকল উপকরণ জগতে বিরাজমান রহিয়াছে; তাহাদের একত্র সংঘটন ঘটবে, সেই দিন—মনে করিতে হৃদয় নাচিয় উঠে, প্রাণের ভিতর রোমাঞ্চ হয়—সেই দিন আবার সংসার মরুভূমে সেই সুকুমার, সেই মনোহর, সেই সুন্দর . কুমুম ফুটিবে —দশদিক্ আলো করিয়া, জগৎ হইতে জগদস্তর পর্য্যন্ত সৌরভতরঙ্গ ছুটাইয়া, বিশ্বের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পৰ্য্যন্ত পবিত্রতাস্রোতে ধৌত করিয়া, ফুটিয়া উঠিবে । পুনর্জন্ম অসম্ভব নয় । জীবের দেহপরম্পরাশক্তি অসম্ভব নয়। হিন্দুধৰ্ম্মে এমন কোন কথা নাই, যাহা একেবারে ভ্রান্ত—এমন কোন মত নাই, যাহা হাসিয়া উড়াইয়া দেওয়া যায়। যে চিন্তাশীল সে চিরকাল বলিবে, হিন্দুধৰ্ম্ম সৰ্ব্বোৎকৃষ্ট । যদি কোন ধৰ্ম্ম মানিবার উপযুক্ত হয় ত সে হিন্দুধৰ্ম্ম । সে আবার আসিতে পারে। যে গিয়াছে—জগতের মাধুরি হরণ করিয়া, হৃদয়ের পরতেই আগুন জালিয়া দিয়া, সোণার সংসার ছারখার করিয়া দিয়া, সুখের পাত্রে গরল ঢালিয়া দিয়া, অন্তরে যেদিন । --- + این سیستتنتنتستست বাহিরে নৈরাশু মাখিয়া দিয়া, যে পলাইয়াছে, সে আবার ফিরিয়া আসিতে | পারে। কিন্তু আমি কি পাগল হইলাম न्म কি? কোথায় সে ? কোথায় আমি ? কোথায় সে ভালবাসা ? কোথায় সে সুদর সংসার? কোথায় সে চিরপ্রেমোচ্ছাস পরিপ্লুত হৃদয় ? হায়! কেন মরিলাম না? চক্ষে ধূলা দিয়া সে যখন পলাইল, কেন তাহার পশ্চাৎ২ ছুটিলাম না? যখন মৃত্যুর বিকট ছায়া সেই মুখে লাগিল, তখন, কেন গরল খাইলাম না? সেই যে , চিতা, নৈশান্ধকার দগ্ধ করিয়া, ভাগীরথী সৈকত আলো করিয়া জলিয়াছিল, কেন । তাহাতে শুইলাম না? সেই সোণার দেহের দগ্ধবিশিষ্ট অস্থি যখন পাষাণে বুক বধিয়া ভাসাইয়া দিলাম, তখন, সঙ্গে সঙ্গে কেন জলে ঝাপ দিলাম না? কেন উদ্বন্ধনে প্রাণত্যাগ করিলাম না ? - হৃদয় মথিত হইল। চক্ষে অন্ধকার দেথিলাম। কাতরস্বরে উদ্ধান্ত ভাবে,ডাকিলাম,—“প্রাণাধিকে, কোথায় তুমি ? আ. : মার অন্তরের আলোক, আমার বাহিরের অন্তর, আমার নয়নের মণি, আমার সকলের সব, আমার সবের সকল—জীবন । সৰ্ব্বস্ব তুমি আমার কোথায় ?”—অপর পার হইতে কঠোর প্রতিধ্বনি কঠোর স্বরে, অমনি মুখের উপর ডাকিয়া বলিল —আর কোথায় । আকাশে সেই ক- | ঠোর স্বর নাচিয়৷২ বলিল--আর কোথায় । দূরে সেই কঠোর স্বর মিলাইতে২ বলিল | —আর কোথায়। স্তম্ভিত হইলাম। ജ്ജ്