পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিল, ডাবিন, এবং হিন্দুধৰ্ম্ম। শন, খৈ, ১৮। | क्लिक बन প্রকারে জীবন রক্ষায় পটু | হুইদিনে সেই ਾਂ त्तिलङ्ग . . } ধ্বংস প্রাপ্ত হইবে। মনে কর যদি কোন দেশে বহুজাতীয়, এরূপ চতুষ্পদ আছে, - ੋ | যে তাহার বৃক্ষের শাখা ভোজন করিয়া জীবন ধারণ করে, তাহা হইলে যাহাদিগের গলদেশ ক্ষুদ্র, তাহার কেবল সৰ্ব্ব নিম্নস্থ শাখাই ভোজন করিতে পাইবে, যাহাঁদের গলদেশ দীর্ঘ তাহারা নিম্নস্থ শাখাও খাইবে তদপেক্ষা উৰ্দ্ধস্থ শাখাও খাইতে পারিবে। সুতরাং যখন খাদ্যের টানাটানি হইবে—সৰ্ব্বনিম্নস্থ শাখা সকল ফুরাইয়া যাইবে, তখন কেবল দীর্ঘস্কন্ধরাই আহার পাইবে—ত্বস্বস্কন্ধর অনাহারে মরিয়া যাইবে বা লুপ্তবংশ হুইবে । ইহাকেই বলে প্রাকৃতিক নিৰ্ব্বাচন। দীর্ঘ স্বন্ধের প্রাকৃতিক নিৰ্ব্বাচনে রক্ষিত হইল। | হ্রস্বস্বন্ধের বংশলোপ झडेठा । প্রাকৃতিক নিৰ্ব্বাচনের মূল ভিত্তি এই যে যত জীব স্থই হয়, তত জীব কদাচ রক্ষা হইতে পারে না। পারিলে প্রাক্ক তিক নিৰ্ব্বাচনের প্রয়োজনই হইত না । | দেখ একটি সামান্য বৃক্ষে কত সহস্র২ বীজ জন্মে; একটি ক্ষুদ্র কীট, কত শতই অণ্ড প্রসব করে। যদি সেই বীজ, বা সেই অণ্ড, সকল গুলিই রক্ষিত হয়,তবে তি অল্পকাল মধ্যে সেই এক বৃক্ষেই, - महें क्ल इब्र, যদি কোন কীট প্রত্যহ দুইটি অণ্ড প্রসব করে, (ইহা অন্যায় কথা নহে ) তৰে দশ দিনে সহস্রাধিক, এবং বিশ দিনে দশ | লক্ষের অধিক কীট জন্সিবে । এক বৎ | সরে কত কোটি কীট হইবে তাহ শুভস্কর হিসাব করিয়া উঠিতে পারেন মা ! : মনুষ্যের বহুকাল বিলম্বে এক একটি । সন্তান হয়, এক দম্পতি হইতে চারি । পাচটি সন্তানের অধিক সচরাচর হয় না; } অনেকেই মরিয়া যায়; তথাপি এমন । দেখা গিয়াছে যে, পচিশ বৎসরে মনুষ্য । ংখ্যা দ্বিগুণ হইয়াছে। যদি সৰ্ব্বত্র এই রূপ বৃদ্ধি হয় তবে, হিসাব করিলে দেখা যাইবে যে, সহস্ৰ বৎসর মধ্যে পৃথিবীতে । মনুষ্যের দাড়াইবার স্থান হইবে মা । হস্তীর অপেক্ষ অল্পপ্রসবী কোন জীবই নহে, মনুষ্যও নহে কিন্তু ডার্বিন ছি- ! সাব করিয়া দেখিয়াছেন যে অতি নুনকল্পেও এক হস্তিদম্পতি হইতে ৭৫০ বৎ- | সরমধ্যে এক কোটি নবতি লক্ষ হস্তী সস্তৃত । হইবে। এমন কোন বর্ষজীবী বৃক্ষ নাই যে তাহা হইতে বৎসরে দুইটি মাত্র বীজ জন্মে না। লিনিয়ুস হিসাব করিয়াছেন যে, : যে বৃক্ষে বৎসরে দুইটি মাত্র বীজ জন্মে, সকল বীজ রক্ষা পাইলে, তাহা হইতে বিংশতি বৎসরে দশ লক্ষ বৃক্ষ হইবে।” । এক্ষণে পাঠক ভাবিয়া দেখুন একটি { বাৰ্ত্তাকু বৃক্ষে কতগুলি বাৰ্ত্তাকু-পরে { ভাবুন বাৰ্ত্তাকুতে কতগুলি রীজ থাকে | [:ಗ್ರಾಫ಼ | tion, p. 51. . . . . . .