পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| * s | t

ম স্ত্রীদিগের বিদ্যাবতার কতক পরিমাণে পরিচয় পাওয়া যাইতেছে এই মাত্র, তদ্ব্যতীত আর কিছুই উপলব্ধি হয় না ।

--- - --- النسيجعكمسحاكما &G R তবে যে এরূপ বিদ্যাবত্তা অনার্য্য বানর হনুমানের প্রতি বাল্মীকি আরোপ করি য়াছেন, তাহা বোধ হয় হনুমান দেব ংশ, পবনপুত্র এবং নারায়ণরূণী রামের ভক্ত বলিয়া । কথিত আটজন মন্ত্রীর সকলেই বীর পুরুষ, নানা শাস্তবিদ, মন্ত্রজ্ঞ, ইঙ্গিতজ্ঞ, হিতেরত, অর্থবিদ, লোকপ্রিয়, যশস্বী এবং সুবক্ত। ইহার যুক্ত করে রাজপাশ্বে দণ্ডায়মান থাকিয়া যথাসস্তব উপদেশ প্রদান করিতেন । তদ্ভিন্ন দুই জন মুখ্য ঋত্বিক এবং সাত জন ব্রাহ্মণ মন্ত্রীও থাকিতেন এবং তাছার রাজ কার্য্যে পরামর্শ দান করিতেন। স্বদেশ এবং বিদেশবার্তা জ্ঞাপনার্থে দৃত নিয়োজিত থাকিত এবং শার্লেমানের সাময়িক প্রথার ন্যায় রাজকৰ্ম্মচারীদিগের কার্য গোপনে অনুসন্ধানের নিমিত্ত এবং প্রকাশ্যে পর্য্যবেক্ষণের নিমিত্ত গুপ্তচর ও চর সকল নিযুক্ত থা किङ । ગ૭ા૩, ૨૧તાર ? डेङानि রাজারা প্রজাগণের নিকট ষষ্ঠাংশ (১০) কর গ্ৰহণ করিতেন । কোন (১০) মন্ত্রর সঙ্গে সাদৃশ্য দেখা যাউক। সংহিতা ৭৷১৩০–১৩ –অন্যান্য দ্রব্যের } যুষ্ঠাংশ কর নির্ণয় করিয়া, কেবল পশু । ও সুবর্ণলাভের উপর পঞ্চাশ ভাগের এক ভাগ, এবং কৃষিকৰ্ম্ম দ্বারা উৎপন্ন দ্রব্যের বাল্মীকি ও তৎসাময়িক বৃত্তান্ত । (বঙ্গ দশম, অশ্বিং, دهد কোন বিশেষ দ্রব্যের উপর ভিন্ন হারে | কর আদায় হইত অথবা সমস্ত বস্তুর উপরেই ষষ্ঠাংশ হারে কর আদায় { হইত, ইহার কোন স্পষ্ট উল্লেখ নাই । ] সমস্ত অথবা যে বস্তুর উপরেই ষষ্ঠাংশ হারে কর গৃহীত হউক না কেন, উহা, সেই সময় বিবেচনা করিলে, দুৰ্ব্বহ । কেহ কেহ কহেন ! যেখানেই করভার অধিক, সেইখানেই । এ কথা । অন্য কোথাও খাটিলে খাটিতে পারে ; ' তাহার সন্দেহ নাই । সমাজ সেই পরিমাণে উন্নত । কিন্তু পূৰ্ব্বাপর পর্য্যালোচনা করিলে, বাল্মীকির সময়ে সমাজ এতদূর উন্নত হয় নাই, যে ষষ্ঠাংশ করভার অবলীলাক্রমে : বহন করিতে সমর্থ। এরূপ সমাজে অধঃশ্রেণী কিরূপ অবস্থায় কালযাপন করিত তাহা অনুমান করা সহজ । ফলতঃ সেই সময় ও এই করভার বিবেচনা করিলে, আর্য্যবাজার সমাজের যে কিছু উন্নতিসাধন করিয়াছিলেন তাহা সত্ত্বেও তাঁহাদিগকে অবিবেচক বলা যাইতে পারে । যাহা ছাউক ভারত, উপায়ে সাধিত হইত, তাহা যতদূর অব ধারণ করিতে পারা যায়, তদালোচনায় প্রবৃত্ত হওয়া যাইতেছে। গ্রীসীয় পুর বৃত্তে দেখা যায় যে স্পার্ট নামক বিখ্যাক্ট সাধারণ স্তস্থে লৌহখণ্ড এতদৰ্থে ব্যবহৃত { উপর তারতম্য বিবেচন। অনুসারে ছয় লইতেন । : তবু আনন্দে কাল | কাটাইয়াছে । ^ করাদান ও বাণিজ্যবিনিময় কিরূপ } আট বা দ্বাদশ অংশের এক অংশ রঞ্জা{