* . . প্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচন। (দশম আধ:১৯৮১। | | ই দুঃখমালা। ভ্ৰাতৃ বিয়োগেভ | ৩। তারাবাই। ঐতিহাসিক ੋਣ । থেদের আর সমালোচন कि ? | প্রণীত ও প্রকাশিত । r A { খেদে খেদই ভাল দেখায়। বিশেষ গ্রন্থে | গ্রন্থকার গ্রন্থখানি বঙ্গ মহিলাকে উপ সন্নিবেশিত এক খানি পদ্যময় পত্র ও হার প্রদান করিয়াছেন। এবং বলিয়া- ! প্রকাশকের একটি টকা পাঠে জানিলাম | ছেন; ." o যে, নবীন রচয়িত্রী এখন কেবল ভ্রাতৃ- | “হয় যেন বঙ্গনারী সবে বীরাঙ্গনা, শোকে খিন্না নহেন, বালিকা, অল্প বয়সে | গঙ্গাধর শৰ্ম্মণের একান্ত বাসনা ।” | একটি পুত্রবন্ধুে শোভিত হইয়াছিলেন, আমাদেরও একান্ত বাসনা যে ব্রাহ্ম l; বিধাতা সেই ছেলে বয়সের ছেলেটিকে | শের আশীৰ্ব্বাদ সফল হয়। সুতরাং ! স্বয়ং গ্রহণ করিয়াছেন, সুতরাং দুঃখমালা কর্কশ কঠিন সমালোচনায় কোমল করে। এখন নিত্য নিত্য নুতন দুঃখই প্রদর্শন | প্রদত্ত উপহার রত্বের আর গৌরব লাঘব | করে মাত্র - *. | করিব না। বাস্তবিক গ্ৰন্থখানিতে প্র- } | “করিয়াছি কত পাপ,তাই পাইছেন তাপ, শংসা অপ্রশংসার কিছুই নাই। বীর - জম্বাস্তরে কারে বুঝি ভ্রাতৃহীন করেছি । রস প্রধান নায়িকা তারাবাই বলিতে }লয়ে কার ভ্রাতধন, দিয়েস্বখে বিসর্জন, ছেন —নায়ককে বলিতেছেন :– 1 জন্ধের মতন করে শোকনীরে ফেলেছি । ] “গুলঞ্চর পতিনিষ্ঠ দেখে আমার ইচ্ছা | হেনদুঃখসেইপাপে,পুড়ি ভ্রাতাশোকতাপে, I হচ্চে যেন আমি তারমতন অনন্ত বাহুশোকাগ্নিতে দগ্ধ আমি হই দিবানিশি শৃঙ্খলে আবদ্ধ করে, নারিজীবনের সার | ভুলি তারে মনে করি,কিন্তুয়েভুলিতেনারি, । পতিরূপ সারাল নিমতরুকে চিরকাল ৷ সদা মনে জাগিতেছে সেই মুখ শশী। | বক্ষঃস্থলে ধারণ করি—”এমন পিত্তনাশক | | সে রূপ যে মধুময়, যখন হে মনে হয়, উপমা কশ্বিন কালে দেখি নাই!! : | সুধাংশু জিনিয়া তার ছিল যে বদন ৪ । বিবাহ ও পুত্ৰৰ সম্বন্ধে भश् ! o | আকাশের চাদমোরী,হাতেপেয়েহহহারা, | মত। স্থানাভাব প্রযুক্ত এই গ্রন্থ এবং | পদ্ম স্কুল দিয়ে জলে করিছে রোদন অহাত বহুসংখ্যক গ্রন্থের সমালোচনা | | লেখাটি বেশ সরল, সরস এবং কষ্ট { _s. - . ; কল্পনা সন্থত নহে বলিয়াই বোধ হয় । হইতেছে না। ক্রমে হইবে। গ্রন্থকার আমুর ভরসা করি, নবীন লেখিকা অপরাধ মার্জনা করিবেন। . শাস্ত্ৰ হৃদয়শান্তি লাভ করবেন। . :* . . . . . . |
পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২৯৫
অবয়ব