পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| > দানবদলন কাৰ্য্য। "

  • )tr = ۰۹ اه |

হয়নাতে উদ্যত আমি দীপাবলি ! সংসারের –দৈত্যকুল স্বষ্টির আলোক। | কি করি এখন; যাই রণস্থল ছাড়ি । কৈলাসেতে; দেবভাগ্যেযাথাকে তাহোক ভয়ঙ্করা বেশে কালী তৰে দিলা হানা, লট পট্ট কেশ জাল ঘূর্ণিত নয়ন, চঞ্চল স্থলাঙ্গ মরি ক্রোধের উত্তেজে! হানিল স্বতীয় বান টারিয়া ধন্থ ছয়েছে এহেন বীর তেজস্ব শরীর। | রোষে ভূমে পদাঘাতি, দৰ্পে নাড়ি ঘাড় রূক্ষ্ম দৃষ্টে চাহি ক্ষণে, হেরিলা ভীমায়, অমরারি; টান দিয়া ফেলি দিলা বাণ; আক্রমিলা কালিকায় অনিবাৰ্য্য তেজে । করিলা ভৈরবীন্ধদে ঘোর মুষ্ট্যাঘাত । কম্পিত শারীর ষন্ত্র, স্তম্ভিতশোণিত, অমুনি পড়িল দেবী মূচ্ছিত ধরায়। আলু থালু কেশ জাল লুঠাইল ভূমে। ধরিয়া কেশের মুষ্টি, প্রচও বেগুেতে ঘুরাতে লাগিল। গুস্ত আকাশে ভীমায় ; মরি, মহামেঘ যেন ঘুরিতে লাগিল ধোর ঘূর্ণবায়ুতরে । ঘূর্ণিত সংসার হেরিল নয়নে সতী, গলি ॐभांभ ; শুকাইল মুখচন্দ্র, উড়ে গেল প্রাণ; আকুল পরাণে তৰে স্মরিলা রুদ্রেরে ;– “নাথ, কোথা ওহে চিন্তামণি,মহাযোগী, যোগ ভঙ্গ করি ক্ষণ নিরখ দাসীরে । বিষম সমরে প্রভো হয়েছি কাতর, হৰ্ম্মদ দৈত্যের করে বুঝি প্রাণ যায়। | তব বলে বলী দৈত্য অনিবাৰ্য্য তেজ, (শক্তি আমি)মোর শক্তি লাঘবে হেলায় অবশ হয়েছে অঙ্গ তব প্রেমাৰায়, শুকায়েছে কণ্ঠ নাথ, তব প্রেমপায়ী, শূন্তময় দেখি দিক, আঁধার সংসার, মহাকাল, মহাশূলী, তুমি হৃদয়েশ থাকিতে আমার। দেহমোরে বল শস্তু, পতির বলেতে বলী ভাৰ্য্যা চিরকাল। । এহেন লাঞ্ছনা আর সহিতে না পারি, কেশে ধরে দৈত্যরাজ ঘুরায় জামায়।” দীর্ঘশ্বাসে মনানল তেয়াগিলা সতী। তাড়িত বারতাবহতার যন্ত্র যথা, নড়িলে এখানে, নড়ে দুরগত যন্ত্র, ব্যাকুল সতীর মন আকুলিল মরি, দুরগত যোগেশের তপঃমগ্ন মন। কেনবা না-আকুলিৰে? মন তার ৰোগে, প্রেমের তড়িত যাহে বলে অবিরক্ত । মেলিল অমনি আঁখি ত্যজি যোগ যোগী, আকুল নয়নে ক্ষণ হেরিলা সংসার শূন্তময় ; শূন্তময় হৃদয় আগার। লট পট্ট জটাজুট, অমনি উঠিয়া লইলা ত্রিশূল করে, ত্রিফল ফলিত শত স্বৰ্য্য তেজে,ৰম্বে জ্যোতি পরস্পর উছলিকালারি মরি প্রত্যেক ভণিতে ! আমরা এই ক্ষুদ্র পুস্তক আর— अक्रूिफेब्रुङकब्रिट्ठरेकूकनश्।ि cकबन শুস্তবধের বৃত্তান্তপাঠককে উপহায় দিব, কেননা উহাতে-কবির বিশেষ কবিত্বের