পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बजगर्भम, च्माबु, भ्रष्ट” ) rिiश्iज्ठो झ७शिक्षिङ्ग वiेन । ソ3○ একস্থানে বলিয়াছেন, এক্ষণকার যত স্ব বিঘ্নকারী হইওলু, মনে থাকে যেন যে ব্যবস্থা, তাহ পূৰ্ব্বতন কুব্যবস্থার সংশো সেও তোমার ভাই—তোমার সমকক্ষ। খক মাত্র। ইহা সত্য কথা। কিন্তু সম্পূর্ণ যিনি দ্যায়বিরুদ্ধ আইনের দোষে পিতৃসংশোধন কালসাপেক্ষ। তাই বলিয়া সম্পত্ত্বি প্রাপ্ত হইয়াছেন বলিয়া, দোও কেহ না মনে করেন, যে আমি জন্মগুণে প্রচও প্রতাপান্বিত মহারাজাধিরাজ প্রভৃতি । বড়লোক হইয়াছি; অন্তে জন্মগুণে ছোট উপাধি ধারণ করেন, তাহারও যেন লোক হইয়াছে। তুমি যে উচ্চকুলে জ- স্মরণ থাকে, যে বঙ্গদেশের কৃষক পরাণ ন্মিয়াছ, সে তোমার কোন গুণে নহে। মণ্ডল তাহার সমকক্ষ, এবং তাহার ভ্রাতা। অন্ত যে নীচকুলে জন্সিয়াছে, সে তাহার | জন্ম, দোষ গুণের অধীন নহে। তাহার দোষে নহে। অতএব পৃথিবীর মুখে তো- অন্ত কোন দোষ নাই। যে সম্পত্তি তিনি মার যে অধিকার, নীচকুলোৎপন্নে | এক ভোগ করিতেছেন, পরাণ মণ্ডল ও রও সেই অধিকার। তাহার স্বখের । তাহার ন্যায়সঙ্গত অধিকারী। - -- দাম্পত্য দণ্ডবিধির আইন। আমরা স্ত্রীজাতি নিরীহ ভালমহিষ বলিয়া আজি কালি আমাদিগের উপর বড় অত্যাচার হইতেছে। পুরুষের এক্ষণে বড় স্পৰ্দ্ধা হইয়াছে, ভর্তৃগণ স্ত্রীকে আর মানে না, স্ত্রীলোকদিগের পুরাতন স্বত্ব সকল লুপ্ত হইতেছে, কেহই আর স্ত্রীর আজ্ঞার বশবৰ্ত্তা নহে। এই সকল বিষয়ের মুনিয়ম করিবার জন্ত আমরা স্ত্রীস্বত্ত্বরক্ষণী সভা সংস্থাপিত করিয়াছি। সে সভার পরিচয় যদি সাধারণে সবিশেষ অবগত না থাকেন, তবে তাহার বিজ্ঞাপনী পশ্চাৎ প্রকাশ করিব। এক্ষণে বক্তব্য এই যে আমাদিগের স্বত্বরক্ষার্থ সভা হইতে একটি বিশেষ সদুপায় হইয়াছে। আমরা এবিষয়ে ভারতবর্ষীয় গবর্ণমেণ্টে আবেদন পত্র প্রেরণ করিয়াছি। এবং তৎসমভিব্যাহারে ভর্তুশাসনার্থ একটি দাম্পত্য দণ্ডবিধির আইনের পাণ্ডুলিপি প্রেরণ করিয়াছি। সকলের স্বত্ব রক্ষাথ যেখানে প্রত্যহ আইনের স্বষ্টি হইতেছে, সেখানে আমাদিগের চিরন্তন স্বত্ব রক্ষার্থ কোন আইন হয়না কেন? অতএব এই আইন সত্বরে পাস হইবে, এই কামনায় স্বামিগণকে অবগত করিবার জন্য আমি তাহা বঙ্গদর্শনে প্রচার করিলাম। অনেক বাবুলোক বাঙ্গালাতে আইন ভাল বুঝিতে পারেন না, বিশেষতঃ আইনের বাঙ্গালা অনুবাদ সচরাচর ভাল হয় না, এবং আইন আদৌ ইংরাজিতেই এণীত হইয়াছিল, এবং ইহার বাঙ্গালা অনুবাদটি ভাল হয় নাই, স্থানেই ইংরাজির