পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪২ প্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা। (ৰদৰ্শন আৰ,১২r গ্রাম, মাত্রা, ছন্দ, তাল, প্রভৃতি বিষয়ের সবিশেষ আলোচনা আছে। দ্বিতীয় ভাগে, গত, গান, আলাপ, ঠেকার বোল, ও অন্যান্ত আভ্যাসিক বিষয়। এই গ্রন্থের মুদ্রাকার্ঘ্যের বিশেষ প্রশংসা করিতে হয়। নূতন প্রচলিত দেশী সংঙ্গীতের স্বরলিপির উপযোগী অক্ষর দুষ্প্রাপ্য। অতএব ইহা ছাপাইতে বিশেষ যত্ন, পরি শ্রম, ও ব্যয় হইয়াছে সন্দেহ নাই । তাহাতেও যেরূপ পরিপটি মুদ্রাকার্য্য সম্পন্ন হইয়াছে, তাহা সচরাচর দেখা যায় না । মুদ্রাকর দিগের বিশেষ প্রশংসা করিতে হয় । গ্রন্থকারের সঙ্গীতনৈপুণ্য, উৎসাহ, এবং অধ্যবসায়ও প্রশংসনীয়। বক্তৃতামাল অথবা হিন্দু মেলা প্রভৃতি বহুস্থলে বিবৃত শ্ৰী মনোমোহন বস্থর বক্তৃত সমূহ একত্র সঙ্কলিত। কলিকাতা মধ্যস্থ যন্ত্রে ঐরামসৰ্ব্বস্ব চক্রবর্তী কর্তৃক মুদ্রিত। "মেল কি ? মেলার উদ্দেশ্য কি ?” “বারুই পুরের মেলার বস্তৃত৷ ” “ছাত্রের কৰ্ত্তব্য ।” ইত্যাদি বিষয়ক প্রবন্ধ এই গ্রন্থে আছে। এতৎ সম্বন্ধে আমাদিগের কিছু বক্তব্য নাই। বিরহ বিলাপ | কলিকাতা, শোভাবাজার বিদ্যারত্ন যন্ত্র । ১১৭২ গ্রন্থকার গ্রন্থমধ্যে নাম প্রকাশ করেন নাই। ভালই করিয়াছেন। এ খানি যে SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS কাব্য, তাহা নাম গুনিয়াই বুঝা যায়। গ্রন্থখানি অপাঠ্য স্থা বিকৃটোরিয়া পঞ্জিকা। এবং বা ঙ্গালা ডাইরেকটরি। সন ১২৮৯ সাল। শ্ৰী বিহারিলাল নন্দী কর্তৃক সংগৃহীত ও প্রকাশিত। নুতন বাঙ্গালী যন্ত্র। কলি, কাতা সম্বং ১৯৩e I পঞ্জিকাতেও ইউরোপীয় সভ্যতা প্রবেশ করিয়াছে। ইউরোপীয় সভ্যতার আশ্রয়ে, পঞ্জিকা বিহারী বাবুর হস্তে যে । রূপ উৎকর্ষ প্রাপ্ত হইয়াছে, অন্যান্ত বিষয়ে যদি ইউরোপীয় সভ্যতার ফল সেইরূপ : উৎকর্ষে পরিণত হয়, তবে এ দেশের মঙ্গল বটে। এরূপ উৎকৃষ্ট পঞ্জিকা কখন ! দেখা যায়নাই। ইহাতে উৎকৃষ্ট দেশী । পঞ্জিকাতে যাহা থাকে, তাহা আছে; এবং : উৎকৃষ্ট দেশী পঞ্জিকাতে যাহা থাকা ক ! র্তব্য ; অথচ থাকে না, তাহাও আছে। সে সকল এরূপ আছে, যে সাধারণ বিদ্যা, ; বুদ্ধিবিশিষ্ট লোকে, এই পঞ্জিকার সাহায্যে, অধ্যাপকের পরামর্শ ব্যতীত সচরাচর শাস্ত্রানুসারে কৰ্ম্মনিৰ্ব্বাহ করিতে । পারে। তদ্ভিন্ন একটি বিস্তারিত ডাইরেক টরি আছে। ইংরাজি ডাইরেক্টরিতে যাহা | থাকে, তাহার স্থল জ্ঞাতব্য বিষয় প্রায় সকলই আছে। একটি ডায়েরি আছে। उद्विग्न, डेन्ञ आहेन, ८ब्रछिटैब्रि आईन, মনিঅৰ্ডরের নিয়ম, পেপর করেম্পির নি । য়ম, ডাক মাস্কলের নিয়ম, ডাকঘরের তা । লিকা, টেলিগ্রাফের নিয়ম, ইত্যাদি, বিষয়ী உ-ை