পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বজয়শম, আৰাঃ, ১২৮• ।) প্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা । Ꮌ 8Ꮼ লোকের জ্ঞাতব্য বহুবিষয়ক রাজনিয়ম সবিস্তারে লিখিত আছে। পঞ্জিকার নিয়| মানুসারে কয়েকখানি চিত্র ইহাতে সন্নি| বেশিত হইয়াছে, তাহ গবৰ্ণমেন্টের স্কুল | অব আর্ট নামক শিল্পবিদ্যালয়ের জনৈক ছাত্রপ্রণীত। এরূপ স্বধৃশু চিত্র বাঙ্গালা| গ্রন্থে কখন দেখা যায় না। বিক্টরিয়া পঞ্জিকা সৰ্ব্বাংশে প্রশংসনীয়, আকারেও বৃহৎ, অথচ মূল্য ১০ একটাক চারি আনা মাত্র। বাঙ্গালীর বিহারী বাবুর নিকট বিশেষ বাধিত ।. কবিতাবলী । দ্বিতীয় খণ্ড। ঐরাধ নাথ রায় প্রণীত ও শ্ৰী বৈকুণ্ঠনাথ দে কবৃক প্রকাশিত। বলিকাতা। ঐযুক্ত ঈশ্বরচন্দ্র বস্ব কোং ১২৮০ ৷ এই কবিতাগুলি উত্তম। বৈকুণ্ঠ বাৰু বিজ্ঞাপনে প্রসঙ্গতঃ জানাইয়াছেন, যে ইহা একজন উৎকলবাসীর প্রণীত । অথচ সে কথা স্পষ্ট লেখেন নাই। কবি, বস্তুতঃ উড়িয়া কি না, আমরা ঠিক বুঝিতে প্লারিলাম না। ফলে তিনি যেই হউন; আমরা ইহা মুক্তকণ্ঠে বলিতে পারি, যে র্তাহার লিখিত বাঙ্গালাভাষা সাধারণ বাস্বালীলেখকের ভাষার অপেক্ষা ভাল । কবিত্বও সাধারণ বাঙ্গালী কবির কবিত্ব অপেক্ষ ভাল। তাহার প্রণীত চতুর্দশপদী কবিতার মধ্যে দুই একটা ঐযুক্ত দন্তজ মহাশয়ের প্রণীত চতুর্দশপদীর তুল্য বলিয়া বোধহয় । এই কবি, দত্তজ गशभएङ्गल्ल अष्ट्रकान्त्री । বিশ্বদর্শন ৷ পাক্ষিক পত্র। ঐ নিব চন্দ্র চট্টোপাধ্যায় দ্বারা প্রকাশিত। কলিকাতা দ্বৈপায়ন যন্ত্র . প্রবন্ধ গুলিন সাধারণ স্কুলের ছাত্রের লিখিত বলিয়া বোধ হইল। সাহিত্য সংগ্ৰহ। হরিবংশ, ১৩শ সংখ্যা। কলিকাতা, হোগল কুড়িয়া সাহিত্যসংগ্ৰহ ভবন হইতে প্রকাশিত। প্রাকৃত যন্ত্র। পুৰ্ব্বং সংখ্যা যে রূপ উৎকৃ৪ হইয়াছে ইহাও তদ্রুপ। স্বীয় মনের প্রতি উপদেশ | কোন বঙ্গমহিলা প্রণীত। কলিকাতা ৫২নং বেণ্টিঙ্ক প্রেস, শ্ৰীমহেন্দ্রনাথ ঘোষ। এই গ্রন্থ সমালোচনে আমরা অধিকারী কিনা, তদ্বিষয়ে আমরা সন্দিহান। ইহার উপরে লিখিত আছে “বন্ধুদিগের বিতরণার্থ।” যদিগ্রন্থমুদ্রাঙ্কনের সেই উদ্দেশু হয়, তবে আমরা ইহার সমালোচনে অধিকারী নহি। অথচ যেখানে অপরিচিত গ্রন্থকত্রীর নিকট হইতে বঙ্গদর্শন সম্পাদক একখণ্ড প্রাপ্ত হইয়াছেন, সেখানে আমরা সমালোচন অধিকারী নহি কেন ? এই রূপ সংশয়ারূঢ় হইয়া আমরা এই গ্রন্থের উল্লেখ মাত্র করিয়া সমালোচনায় বিবৃত রহিলাম । বঙ্গ মিহির । মাসিক পত্র। ঐচন্ত্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক সম্পাদিত । ভবানীপুর, সাপ্তাহিক সম্বাদযন্ত্র, শ্ৰীব্রজ মাধব বসু ।