পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 88 _দেশীয় স্ত্রয়িান সম্প্রদায়দিগের প্রয়ো জন সম্পন্ন করা এই পত্রের উদ্দেশু। কয়েক জন অতি স্থপণ্ডিত খ্ৰীষ্টধৰ্ম্মাবলম্বী বাঙ্গালি লেখকশ্রেণীভুক্ত বলিয়া পরিচিত হইয়াছেন । খ্ৰীষ্টিয়ান সম্প্রদায়ের প্রয়োজন সম্পাদন করা ইহার মুখ্য উদ্দেশ্য বটে, কিন্তু ইহা অন্ত ধৰ্ম্মাবলম্বীরাও পড়িয়া সুখী হইতে পারেন। একটা উপন্যাস ইহাতে প্রকাশারম্ভ হইয়াছে, এবং অন্তান্ত বিষয়ও সাধারণ পাঠকের প্রীতিকর হইতে পারে। সম্পাদকের নিকট আমাদিগের অনুরোধ, যে যাহাতে বঙ্গমিহির সকল শ্রেণীর পাঠকের গ্রাহ হয় তাহার প্রতি একটু যত্ন করেন। নচেৎ দেশীয় খ্ৰীষ্টিয়ান সম্প্রদায় বঙ্গদেশে অতি একখানি মাসিক পত্র রক্ষিত হইতে পারবে, এমত বোধ হয় না। হিলুই হউন, খ্ৰীষ্টিয়ানই হউন, যিনি এদেশে জ্ঞানপ্রচারে যত্নবান হইবেন, তিনিই আমাদের ধন্যবাদের পাত্র। এজন্ত আমরা বঙ্গমিহিরের মঙ্গলাকাঙ্ক্ষী। আমরা কয়েক খান অভিনব সম্বাদপত্র উপহার প্রাপ্ত হইয়া তাহার সমা. নোচনায় অমুরুদ্ধ হইয়াছি। সম্বাদপত্রের সমালোচনা আমাদের রীতিনহে, এবং আমরা সে নিয়ম ভঙ্গ করিতে ইচ্ছুক নহি । যাহারা পত্র প্রেরণ করিয়াছেন তাহারা মার্জনা করিবেন। مع جورجيه حجوجيه هييجو 一ー注s3ミ3: صممتيك 3 స్ప్లాషి