পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ക്കു് arofa, sti, **** 1) 8 & জন ষ্টুয়ার্ট মিল। জন ষ্টয়াট মিল। মিলের মৃত্যু হইয়াছে! আমরা কখন ; নহে, “মিল নাই” এই কথা মনে করিলে প্তাহাকে চক্ষে দেখিনাই ; তিনিও কখন | চিত্ত স্বভাবতঃই ব্যথিত হয়। বঙ্গদর্শনের পরিচয় গ্রহণ করেন নাই। ' মিল অতি সূক্ষ্মবুদ্ধিসম্পন্ন নৈঃ তথাপি আমাদিগের মনে হইতেছে যেন । স্থা য়ায়িক মাদিে iন পরম সহিত । ছিলেন । র্তাহার কৃত ইংরাজি হ্যায় - 象 - আত্মীয়ে ত ।

  • ೧. o র সাহ শাস্ত্র এবং অর্থব্যবহারশাস্ত্র তাহার প্রধান চর বিচ্ছেদ হহয়াছে। -

- কীৰ্ত্তি । ইহাতে তিনি যে কোন নত ২৭ বৈশাখ তারিখের টেলিগ্রাম ২৮ তা- নূতন রিখে প্রকাশ হয় যে মিল শঙ্কটাপন্ন রূপে পীড়িত। পরদিন প্রাতে মিলের কুশল জানিবার জন্য সাতিশয় আগ্রহচিত্তে সম্বাদ পত্র খুলিলাম, দেখিলাম যে চিকিৎসকের মিলের জীবনের আশা পরিত্যাগ করিয়াছেন। সেই দিবস অপরাত্নে সস্বাদ আ– । ইসে যে মিল নাই ! ছয় হাজার মাইল দূরে থাকিয়া আমরা কতই দুঃখ করিতেছেন। কিন্তু কেনই দুঃখ করি তাহ বলা যায় না! যে মহোদয় আপন বুদ্ধিবলে প্রায় সমস্ত মানব জাতিকে ঋণী করিয়াছেন, ধিনি যাবজ্জীবন এই ঋণ প্রদানে নিযুক্ত ছিলেন এবং যিনি এতাদৃশ কীৰ্ত্তি রাখিয়া গিয়াছেন যে, যে কেহ ইউক যত্নসহকারে আবেদন করিলেই তাহীর বদান্ততার ফলভোগী হইতে পারিবে, এরূপ মহাপুরুষ এতকাল পরে ত্ৰিাম লাভ করিয়াছেন বলিয়া কেনই এত ত ই? তথাচ মৃত্যুশোক দূর হইবার | কথার উদ্ভাবন করিয়াছেন তাহা নহে কিন্তু এতৎসংক্রান্ত সমুদায় কথা এমন সুশৃঙ্খল করিয়া লিখিয়াছেন এবং প্রত্যেক বিষয় এত পরিষ্কার করিয়া বুঝাইয়াছেন যে র্তাহার গ্রন্থ পাঠ না করিলে কাহারই উক্তশাস্ত্র অধ্যয়ন সম্পূর্ণ হইবেক না । তিনি রাজ্যশাসন প্রণালি বিষয়ে যে সমস্ত কথা বলিয়া গিয়াছেন, বোধ হয় যে, কিছু কাল পরে ইংলণ্ডে তাহ ফল ধারণ করিবে । এইশোক পাইয়াছি, না জানি ইংলণ্ডবাসীরা । ইংলণ্ডে তাহ ফল ধারণ করিবে তাহার পরামর্শ ইংলওঁীয়দিগের প্রকৃতুির উপযোগী বটে তথাপি অপর সাধারণে এখনও তাহার সম্পূর্ণ মৰ্ম্মগ্রহণ করিয়া উঠিতে পারে নাই । বিদ্যাকুশীলন বিষয়ে তিনি যেপথ প্রদ-, শন করিয়াছেন এখন সৰ্ব্বত্র সকলেই সেই পথানুসারী হইতেছে। মিল বলিয়াছেন যে, যেমন চৌর্য্য প্রভৃতি অপরাধ নিবারণের উপায় রাজা কর্তৃক নির্দিষ্ট হওয়া আবশ্যক, তদ্রুপ তাবৎ লোককে লেখাপড়া শিক্ষা দেওয়াও রাজার কৰ্ত্তব্য । তা