পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ーニー エーエ बप्रक-fम. भाष, ०२० • ।) ভরামুখ, কপালের একটি ছোট উলফী টপের মত দেখাইত ; সে, রসের হাসি পথে ছড়াইতে ছড়াইতে যাইত, আমি তাহা কুড়াইয়া লইতাম, এই জন্য লোকে আমার নিনা করিত। পূজারি বামণের জালায় বাগানে ফুল ফুটিতে পায় না— আর নিন্দকের জ্বালায় প্রসল্লের কাছে আমার মুখ ফুটিতে পায় না—নচেৎ গব্য রসে ও কাব্যরসে বিলক্ষণ বিনিময় চলিত। ইহাতে আমার নিজের জন্য আমি যতদুঃখিত হই ন হই, প্রসন্নের জন্য আমি একটু দুঃখিত। কেন না প্রসন্ন সতী, সাধী পতিব্ৰতা । একথাও আমি মুখ ফুটিয়া বলিতে পাই না। বলিয়াছিলাম বলিয়া, পাড়ার একটি ত্রিপণ্ড ছেলে ইহার বিপরীত অর্থ করিয়াছিল। সে বলিল, যে প্রসন্ন আছেন, এজন্য সৎ বা সতী বটে: তিনি সাধু ঘোষের স্ত্রী, এজন্য সাধ্বী; এবং বিধবাবস্থাতেও পতিছাড়া নহেন, এজনা ঘোরতর পতিব্ৰতা । বলা বাহুল্য যে, যে অশিষ্ট বালক এই ঘৃণিত অর্থ মুখে আনিয়াছিল, তাহার শিক্ষার্থ, তাহার গ গুদেশে চপেটাঘাত করিয়াছিলাম, কিন্তু তাহাতে অামার কলঙ্ক গেল না । যখন লিখিতে বসিয়াছি, তখন স্পষ্ট কথা বল ভাল—আমি প্রসঙ্গের একটু অনুরাগী বটে । তাহার অনেক কারণ আছে—প্রথমতঃ প্রসন্ন যে দুগ্ধ দেয় তাহী নির্জল, এবং দামে সস্তা ; দ্বিতীয়, সে { কখন কখন ক্ষীর সর নবনীত আমাকে বিনামূল্যে দিয়া যায় ; তৃতীয় সে এক ــسطتصدحد* SAASAASAASAASAASAAAS iண்மங் কমলাকাস্তের দপ্তর। 8૧૭ দিন আমাকে কহিয়াছিল, “ দাদাঠাকুর, । তোমার দপ্তরে ও কিসের কাগজ ?” আমি জিজ্ঞাসা করিলাম, " শুনবি?” সে বলিল “ শুনিব।” আমি তাহাকে কয়েকটি প্রবন্ধ পড়িয়া গুনাইলাম—সে বসিয়া শুনিল। এত গুণে কোন লিপিব্যবসায়ী ব্যক্তি বশীভূত না হয় ? প্রসরের গুণের কথা আর অধিক কি বলিব—সে আমার অনুরোধে আফিম ধরিয়াছিল। | ! | এইসকল গুণে, আমার মন কখন কখন প্রসরের ঘরের জানেলার নীচে ঘুরিয়া । বেড়ষ্টত, ইহা আমি স্বীকার করি । কিন্তু । কেবল তাঙ্গর ঘরের জানেলার নীচে নয়, তাহার গোঙ্গলঘরের আগড়ের পাশে ও উকি মারিত। প্রসল্লের প্রতি আমার মেরূপ অনুরাগ, তাহার মঙ্গল নামে গাইয়ের প্রতিও তদ্রুপ । " একজন ক্ষীর সর নবনীতের আকর; দ্বিতীয়, তাহার দান । কত্রী। গঙ্গা বিষ্ণুপদ হইতে জন্মগ্রহণ ; করিয়াছেন বটে, কিন্তু ভগীরথ তাহাকে : আনিয়াছেন ; মঙ্গল আমার বিষ্ণুপদ ; ! প্রসন্ন আমার ভগীরথ; আমি দুই জনকেই । সমান ভালবাসি i প্রসন্ন এবং তাঙ্গার গাই, উভয়েই সুন্দরী ; উভয়েই স্থলী, লাবণ্যময়ী, এবং ঘটেপ্লেী । একজন গব্যরস স্বজন করেন, আর একজন হাস্যরস । স্বজন করেন। আমি উভয়েরই নিকট । বিনামূল্যে বিক্রীত । কিন্তু আজি কালি সন্ধান করিয়া দেখি- , লাম, প্রসন্নের গবাক্ষতলে, অথবা তাহার ,