পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুগলাঙ্গুরীয়। ,总8 - (ৰদৰ্শন ৰৈ, و ۹۰ و কেট অতিবৃহৎ—ধনদাসের পত্নীতাহাতে অলঙ্কার রাখিতেন। ধনদাস কতকগুলিন নূতন অলঙ্কার প্রস্তুত করিয়া পত্নীকে উপহার দিলেন। শ্রেষ্ঠপত্নী পুরাতন অলস্কার গুলিন কোঁটা সমেত কন্যাকেদিলেন। অলঙ্কার গুলিন রাখা ঢাকা করিতে হিরথায়ী দেখিলেন, যে তাহাতে একখানি ছিল লিপির অৰ্দ্ধাবশেষ রহিয়াছে। হিরন্ময়ী পড়িতে জানিতেন। তাহাতে প্রথমেই নিজের নাম দেখিতে পাইয়া কৌতুহলাবিষ্ট হইলেন। পড়িয়া দেখিলেন, যে অৰ্দ্ধাংশ আছে তাহাতে কোন অর্থবোধ হয় না। কে কাহাকে লিখিয়াছিল, তাহাও কিছুই বুঝা গেল না। কিন্তু তথাপি তাহা পড়িয়া হিরন্ময়ীর মহাভীতি সঞ্চার হইল। ছিন্নপত্র খণ্ড এইরূপ। জ্যোতিষী গণনা করিয়া দেখিলা হিরন্ময়ী তুল্য সোনার পুত্তলি বাহ হইলে ভয়ানক বিপদ । সর মুখ পরস্পরে হইতে পারে • হিরন্ময়ী কোন অজ্ঞাত বিপদ আশঙ্কা করিয়া অত্যন্ত ভীত হইলেন। কাহাকে কিছু না বলিয়া পত্র খণ্ড তুলিয়া রাখি লেন । তৃতীয় পরিচ্ছেদ । ছুই বৎসরের পর আরও এক বৎসর গেল। তথাপি পুরন্দরের সিংহল হইতে আসার কোন সম্বাদ পাওয়া গেল না । কিন্তু হিরন্ময়ীর হৃদয়ে তাহার মূৰ্ত্তি পূর্ববৎই উজ্জল ছিল। তিনি মনে মনে বুৰিলেন যে পুরন্দর ও তাহাকে ভুলিতে পারেন নাই—নচেৎ এত দিন ফিরিতেন। এইরূপে জুই আর একে তিন বৎসর গেলে, অকস্মাৎ এক দিন ধনদাস বলিলেন, যে “ চল, সপরিবারে কাশী যাইব। গুরুদেবের নিকট হইতে র্তাহার শিষ্য আসিয়াছেন। গুরুদেব সেইখানে যাইতে অনুমতি করিয়াছেন। তথায় হিরন্ময়ীর বিবাহ হইবে। সেই খানে তিনি পাত্র স্থির করিয়াছেন।” ধনদাস, পত্নী ও কন্যাকে লইয়া কাশী যাত্রা করিলেন । যথাকালে কাশীতে উপনীত হইলে পর, ধনদাসের গুরু আনন্দস্বামী আসিয়া সাক্ষাৎ করিলেন । এবং বিবাহের দিন স্থির করিয়া যথাশাস্ত্র উদ্যোগ করিতে বলিয়া গেলেন । বিবাহের যথাশাস্ত্র উদ্যোগ হইল, किरू घऎी किङ्कहे श्हेल नां। शमनांदनत्व পরিবারস্থ ব্যক্তিরা ভিন্ন কেহই জানিতে পারিল না যে বিবাহ উপস্থিত। কেবল শাস্ত্রীয় আচার সকল রক্ষা করা হইল মাত্র । বিবাহের দিন সন্ধ্যা উত্তীর্ণ হইল— এক প্রহর রাত্রে লয়, তথাপি গৃহে যাহারা সচরাচর থাকে, তাহারা ভিন্ন আর কেহ নাই। প্রতিবাসীরাও কেহ উপস্থিত নাই। এ পর্য্যস্ত ধনদাস ভিন্ন গৃহস্থ কেহও জানে না যে কে পাত্ৰ— কোথাকার পাত্র। তবে সকলেইAানিত ست-اے-ایس-ای-سی=