পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়াছিলে। তাহ এক প্রকার জানিয়াও গিয়াছ। অমিও তোমার কাছে সে কথা লুকাইব না । তুমি ●धडूत्र कांज করিয়া প্রভুর কাছে পুরস্কার পাইয়াছ, जcन्लश नाहे ।। ४थन श्राभां न £कt, कांछ কর, আমিও পুরস্কার করিব।” মহাপীপে নিমগ্ন যtহাদিগের চরিত্র, তাহাদিগের সকল কথা স্পষ্ট করিয়া লেখা বড় কষ্টকর। দেবে দ্র, হীরাকে বহল অর্থের লোভ প্রদর্শন করিয়া, কু ক্রোধে, হীরার পদ্মপলগ চক্ষু রক্তময় হইল—কর্ণরন্ধে, অগ্নিবৃষ্টি হইল । হীরা গাত্রোথন করিয়া কহিল, “মহাশয় । আমি দাসী বলিয়। এরূপ কথা বলিলেন । ইহার উত্তর আমি দিতে পারিব না। আমীর মুনিবকে বলিল । তিনি ইহার উপযুক্ত উত্তর দিবেন।” এই বলিয়া হীর লেগে প্রস্থান কপ্রিল । দেবেন্দ্র ক্ষণেক কল অপ্রতিভ এবং ভগ্নোৎসাহ হুইয়া নীরব হুইয়াছিলেন। পরে প্রাণ ভরিয়৷ দুই গ্লাস ব্রাণ্ডি পান করিলেন। তখন প্রকৃতিস্থ श्म्नां ध्रुझ भूळू शांश्एिव्जन । “এসেছিল বক্‌নী পুৰু পর গোয়ালে জীবন থেতে—” নদকে বিক্রয় করিতে বলিলেন । শুনিয়া ; বিংশতি পরিচ্ছেদ । হীরার শ্ৰেষ । প্রাতে উঠিয়া হার কাজে গেল। দত্তের বাড়ীতে দুই দিন পর্যন্ত বড় গোল, কুন্দকে পাওয়া যায় না । বাউীর সকলেই জানিল যে, সে রাগ করিয়া গিয়াছে, পাড়া প্রতিবাসীয় কেহ জানিল, কেহ | জানিল না। নগেন্দ্ৰ শুনিলেন যে, কুন্দ গৃহ ত্যাগ করিয়া গিয়াtছ—কেন গিয়ছে, কেহ ঠাহকে শুনাইল না। নগেন্দ্র ভাবিলেন, আমি যাহা বলিয়াছিলাম, তাহ শুনিয়া কুন্দ, আমার গৃহে স্থায় থাকা অনুচিত বলিয়া চলিয়া গিয়াছে। যদি তাই তলে কমলের সঙ্গে গেল না কেন ? নগেন্দ্রের মুখ মেঘাচচ্ছন্ন হইয়া রহিল । কেহ তাহার নিকটে আসিতে সাহস করিল না। সূৰ্য্যমুখীর কি দোষ তাহ কিছু জানিলেন না, কিন্তু সূর্যমুখীর সঙ্গে আলাপ বন্ধ করিলেন । গ্রামে২ পাড়ায়২ কুন্দনন্দিনীর সন্ধা- | নর্থ স্ত্রীলোক চর পাঠাইলেন। সূৰ্য্যমুখী রাগে বা ঈর্ষার বশীভূত হইয়া যাহাই বলুন, কুন্দের পলায়ন শুনিয়া অতিশয় কুতর হইলেন। বিশেষ কমলমণি বুঝাইয়া দিলেন যে, দেবেন্দ্র যাহা বলিয়াছিল, তাহা কদাচ বিশ্বাসযোগ্য নহে। কেননা দেবেক্সের সহিত তিন বৎসৱ পৰ্যন্ত্র গুপ্ত প্রণয় হইলে কখন প্রচার থাকিস্ত না। আর কুদেৱ | مه - רקריר דייר SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS S S S