পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|o. वियदूक्र । বেঙ্গদর্শণ, জাখি,১২৭৯ যেরূপ স্বভাব তাহাতে কদাচ ইহা সবস্ত বোধ হয় না। দেবেন্দ্র মাতাল, মদের মুখে মিথ্যা বড়াই করিয়াছে। সূৰ্য্যমুখী এ সকল কথা বুঝিলেন, এজন্য অনুতাপ কিছু গুরুভয় হইল। তাহাতে আবার স্বামির বিরাগে আরও মৰ্ম্ম ব্যথা পাইলেন। শতবার কুন্দকে গালি দিতে | লাগিলেন, সহস্রবার আপনাকে গালি দিলেন। তিনিও কুন্দের সন্ধানে লোক পাঠাইলেন । | কমল কলিকাতা যাওয়া স্থগিত কল্পিলেন। কমল কাহাকেও গালি দিলেন ন—শুর্ঘ্যমুখীকেও অনুমাত্র, তিরস্কার করিলেন না। কমল গল হইতে কণ্ঠহার খুলিয়া লইয়া গৃহস্থ সকলকে দেখাইয়া বলিলেন, “যে কুন্দকে তানিয়া দিবে, ! তাঁহাকে এই হার দিব।" | পাপ হীরা এই সব দেখে শুনে কিন্তু কিছু বলে না। কমলের হার দেখিয়া এক একবার লোভ হইয়াছিল—কিন্তু সে | লোভ সম্বরণ করিল। দ্বিতীয় দিন কাজ সারিয়া দুই প্রহরের সময়ে আরীর স্নানের সময় বুঝিয়া কুন্দকে খাওয়াইল । | পরে রাত্রে আসিয়া উল্লয়ে শয্যা রচনা করিয়া শয়ন করিল। কুন্দ বা হীরা কেহই নিদ্রা গেল ন-কুন্দ আপনার মনের দুঃখে জাগিয়া রহিল। হীরা } আপন মনের স্বখদুঃখে জাগিয়া রহি প। সেও কুন্দের স্তার वेिझॉनांग्न स्ॐईज्ञ छिंखां कब्रिrडहिल । यांहीं छिंखों क রিতেছিল, তাহা মুখে অবাচা—অতি গোপন । ও হীয়ে ! ছিঃ! ছি ! হীয়ে ! মুখখনিত দেখিতে মন্দ নয়—বয়সও নবীন,তবে হৃদয়মধ্যে এত খলকপট কেন ? কেন ? কেন, বিধাতা তাহীকে ফাকি দিল কেন? বিধাতা তাইকে ফাকি দিয়াছে, সেও সকলকে ফাকি দিতে চায়। ইয়াকে সূৰ্য্যমুখীর আসনে বসাইলে, হীরার কি খলকপ্লট থাকিত ? হীরা বলে, " না।” হীরাকে হীরার আসনে বসাইয়াছে বলিয়াই হীরা, হীরা। লোকে বলে, “সকলই দুষ্টের দেব।” দুষ্ট বলে, “আমি | ভাল মামুব হইতাম—কিন্তু লোকের দোষে দুষ্ট হুইয়াছি।” লোকে বলে, পীচ কেন সাত হইল না?” পাঁচ বলে, “আমি | সাত হইতাম—কিন্তু দুই আর পীচে সাভ—বিধাতা, অথবা বিধভার স্বল্ট লোকে যদি আমাকে তার দুই দিত, তা হলেই আমি সাত হইতাম ।" ইরা তাহাই ভাবিতেছিল। হীরা ভাবিতেছিল—“এখন কি করি । পরমেশ্বর যদি সুবিধা করিয়া দিয়াছেন, তবে আপনার ফুেষে সব নষ্ট না হয় । এদিকে, যদি কুন্দকে দত্তের বাড়ী ফিরিয়া লইয়া যাই, তবে কমল হার দিবে, গৃহগীও কিছু দেবেন—ৰাবুকেইকি ছাড়িব ? আর যদি এদিকে কুন্দকে দেবেন্দ্র বাবুর

~=WikitanvirBot (আলাপ)్కs~శా-ణాళ=