পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిఆఆ ন। ভাবিলে না কেন ? , विबदूचक । চাহিয়াছিলাম। আমার অপরাধ-লইও সূৰ্য্য। আমার মনের ভ্রান্তি জন্মি- না।” য়াছিল। বলিতেং সূর্যমুখী—পত্তিপ্রাণী | সাধনী— নগেন্দ্রের চরণপ্রান্তে ভূতলে ; শেষ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিউপবেশন করিলেন, এবং নগেন্দ্রের | লেন, “সুৰ্যমুখি! অপরাধ কিছুই উভয় চরণ দুই হস্তে গ্রহণ করিয়া ; নাই। আমি যথার্থ তোমার নিকট নয়ন জলে সিক্ত করিলেন। তখন , বিশ্বাসহন্ত। যথার্থই আমি তোমাকে মুখ তুলিয়া বলিলেন, “প্রাণাধিক তুমি। কোন কথা এ পাপ মনের ভিতর থাকিতে তোমার কাছে লুকাইব না। আমার অপরাধ লইবে না ?” নগেন্দ্র বলিলেন, “তোমায় বলিতে হইবে না। আমি জানি, তুমি স- ; স্নেহ করিয়াছিলে যে আমি"কুন্দনন্দি নীতে অনুরক্ত ।” সূৰ্য্যমুখী নগেন্দ্রের যুগল চরণে ཨཱ་ཝ་། লুকাইয়া কঁাদিতে লাগিলেন। আবার সেই শিশিরসিক্ত কমল তুল্য ক্লিষ্ট । মুখমণ্ডল উন্নত করিয়া, সৰ্ব্বদুঃখাপহারী স্বামিমুখ প্রতি চাহিয়া, বলিলেন, “কি । বলিব তোমায় ? আমি যে দুঃখ পাই- . য়াছি—তাহা কি তোমায় . বলিতে পারি? মরিলে পাছে তোমার দুঃখ । বাড়ে, এই জন্য মরি নাই। নহিলে ; যখন জানিয়াছিলাম, অন্যা তোমার । হৃদয়ভাগিনী—আমি তখন মরিতে চাহ f i নগেন্দ্র অনেকক্ষণ স্থিরভাবে থাকিয়া ভুলিয়া কুন্দনন্দিনীতে—কি বলিব ? আমি যে যন্ত্রণ পাইয়াছি, যে যন্ত্রণা পাইতেছি, তাহা তোমাকে কি বলিব ? তুমি মনে করিয়াছ, আমি চিত্ত দমনের চেষ্টা করি নাই ; এমত ভাবিও না । আমি যত আমাকে তিরস্কার করিয়াছি, তুমি কখনও তত তিরস্কার করিবে না। আমি পাপাত্মা—আমার চিত্ত বশ হইল না । সূর্যমুখী তার সহ করিতে পারিলেন ন, যোড় হাত করিয়া কাতরস্বরে বলিলেন, “যাহা তোমার মনে থাকে, থাক —আমার কাছে আর বলিও না । তোমার প্রতি কথায় আমার বুকে শেল বিধিতেছে। আমার অদূষ্টে যাহা ছিল তাহা ঘটিয়াছে—জার শুনিতে চাছি না। এ সকল আমার আশ্রাব্য ।” : “না। তা নয়, সূৰ্য্যমুখী আরও শুনিতে হইবে। যদি কথা পাড়িলে তবে }য়ছিলাম। মুখের মর बाइ-cयमन ! भनत्र कथा वास्त्र कम्नि वनि-८कनन ;সকুলে মরিতে চাহে, তেমন মরা নছে ; ; অনেক দিন হইতে বলি বলি ক+ি ! 1আমি যথার্থ আন্তরিক অকপটে মরিতে তেছি। আৰি এসার ভাগ কৰি।