পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नि, জুড়ি, ૩૧n :) মরির না—কিন্তু দেশান্তরে যাইব । বাড়ী ঘর সংসারে আমার সুখ নাই। বিষবৃক্ষ।

ቈፃ

রিলে ইহার প্রতীকার করিতে পারি ? আমি মরিতে পারি, কিন্তু তাহাতে কি তোমাতে আমার আর স্থখ নাই। | সূর্যমুখী বঁচিবে ? আমি তোমার অযোগ্য স্বামী। আমি | আর কাছে থাকিয়া তোমাকে ক্লেশ না ; নগেন্দ্র । তুমি মরিলে সূর্যমুখী বঁচিবে না, কিন্তু তোমার মরাই ভাল দিব না। কুন্দনন্দিনীকে সন্ধান করিয়া | ছিল । আমি. দেশ দেশান্তরে ফিরিব। তুমি । আবার স্বামির পায়ে ধরিয়া বলিলেন— এগৃহে গৃহিণী থাক। মনে মনে ভাবিও তুমি বিধবা-যাহার স্বামী এরূপ পামর, সে বিধবা নয় ত কি ? কিন্তু আমি भामब इहे श्राद्र यांइ इंडे, cडामाएक দণ্ডেকপরে সূর্যমুখী উঠিয়া বসিলেন। “এক ভিক্ষ ।” নগ। কি ? সু। আর এক মাস মাত্র গৃহে থাক। প্রবঞ্চনা করিব না। আমি অন্যাগতপ্ৰাণ | ইতিমধ্যে যদি কুন্দনন্দিনীকে না পাওয়া হইয়াছি—সে কথা তোমাকে স্পষ্ট | বায়, তবে তুমি দেশত্যাগ করিও। আমি বলিব তা ? এখন আমি দেশত্যাগ " করিয়া চলিলাম। যদি কুন্দনন্দিনীকে তুলিতে পারি, তবে আবার আসিব । নচেৎ তোমার সঙ্গে এই সাক্ষাৎ ” এই শেলসম কথা শুনিয়া সূৰ্য্যমুখী কি বলিবেন ? কয়েক মুহূৰ্ত্ত প্রস্তরময়ী মূৰ্ত্তিবৎ পৃথিবী পানে চাহিয়া রছিলেন। পরে সেই ভূতলে অধোমুখে শুইয়া পড়িলেন। মাটিতে মুখ লুকাইয়া সূৰ্য্যমুখী কাদিলেন কি ? হত্যাকারী র্যাত্র ষেরূপ হতজীবের মৃত্যু যন্ত্রণা দেখে, নগেন্দ্র, সেই রূপ স্থিরভাবে দাড়াইয়া দেখিতেছিলেন। মনে মনে বলিতেছিলেন, “সেই ত মরিতে হইবে—তার মানা করি না নগেন্দ্র মৌনভাবে বাহির হইয়া গেলেন। মনে মনে আর এক মাস থাকিতে স্বীকার করিলেন। সূর্যমুখী তাহা বুঝিলেন। তিনি গমনশীল নগেন্দ্রের মূৰ্ত্তিপ্রতি চাহিয়াছিলেন। সূৰ্য্যমুখী মনে মনে বলিতেছিলেন, “আমার সর্বস্ব ধন । তোমার পায়ের কাটাটি তুলিবার জন্য প্রাণ দিতে পারি। তুমি পাপ সূৰ্য্যछछ cनशङाशैौ श्शव ? छूमि বড়, না আমি বড় ?” আজ কাল কি ? জগদীশ্বরের ইচ্ছ— আমি কি করিব? আমি কি মনে ক strijssemmisijā