পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇఅy উত্তরচরিত উত্তরচরিত পঞ্চম সংখ্যা । লব ও চন্দ্রকেতু যুদ্ধ করিতেছিলেন, এমন সময়ে রাম সেই স্থানে উপনীত হইলেন। তিনি উভয়কে যুদ্ধ হইতে নিরস্ত করিলেন। লব তাহাকে রাজা রামচন্দ্র বলিয়া জানিতে পারিয়া, ভক্তিভাবে প্রণাম ও নম্রভাবে তাহার সহিত আলাপ করিলেন। কুশও যুদ্ধ সস্বাদ শুনিয়া সে স্থানে উপস্থিত হইলেন, এবং লব কর্তৃক উপদিষ্ট হইয়া রামের সহিত সেইরূপ ব্যবহার করিলেন । রাম উভয়কে সম্বেহ আলিঙ্গন এবং পিতৃযোগ্য প্রণয় সম্ভাষণ করিতে লাগিলেন। পরে : সকলে, বাল্মীকির অপ্রমে, তৎপ্রণীত নাটকাভিনয় দেখিতে গেলেন । তথার রামনুজ্ঞাক্ৰমে লক্ষণ দ্রষ্ট বর্গকে যথা স্থানে সন্নিবেশিত করিতে লাগিলেন। ব্রাহ্মণ, ক্ষক্রিয়, পেীরগণ, ; জনপদবাসী প্রজ, ও দেবাস্থর এবং ইতর জীব, স্থাবর জঙ্গন সকলে ঋষি প্রভাববলে সমাগত হুইয়া, লক্ষণ কর্তৃক যথা স্থানে সন্নিবেশিত হইলেন। পরে অভিনয়ারস্ত হইল। রাম ও লবকুশ দ্রষ্টবৰ্গ মধ্যে ছিলেন। সীতা বিসর্জন বৃত্তান্তই এই অদ্ভুত নাটকের প্রথমাংশ। সীতা লক্ষণকর্তৃক পরিত্যক্ত হইলে, তাহার কাতরতা, গঙ্গাপ্রবাহে দেহ সমর্পণ, তন্মধ্যে যমলসন্তান প্রসব, গঙ্গা এবং পৃথিবীকৰ্ত্তক তাহার ও শিশুদিগের রক্ষা, ও তৎসঙ্গে সীতার প্রস্থান ইত্যাদি অভিনীত হইল। দেখিয়া রাম মুছিত হইলেন। তখন লক্ষণ উচ্চৈঃস্বরে বাল্মীকিকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, “ভগবন! রক্ষা করুন ! আপনার কাৰ্য্যের কি মৰ্ম্ম ?” নটদিগকে বলিলেন, “তোমরা অভিনয় বন্ধ কর।” তখন সহসা দেবর্ষি কর্তৃক অন্তরীক্ষ ব্যাপ্ত হইল! গঙ্গার বারিরাশি মথিত হইল। ভাগীরথী এবং পৃপিবীর সহিত, জল মধ্য হতে উঠি েন—কে ? স্বয়ং সীতা । দেখিয়া লক্ষণ বিস্মিত এবং আহলদিত হইয়। রামকে ডাকিলেন, “দেখুন ! দেখুন!” কিন্তু রাম তখনও অচেতন। তখন সীতা, অরুন্ধতীকর্তৃক আদিষ্ট হইয়া রামকে স্পর্শ করিলেন। বলিলেন, “উঠ, আৰ্য পুত্র " ; রাম চেতনাঃ fপ্ত হইলেন। পরে যাহা ঘটিল, বলা বাহুল্য। সেই সৰ্ব্ব লোক সমারোহ সমক্ষে সীতার সতীত্ব দেবগণকর্তৃক স্বীকৃত হুইল। দেববাক্যে i l i