পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দর্শন, গৌং, ১২৭৯ ) প্রাপ্ত গ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা । 1. 8ፃ> রচয়িত্ব প্রণীত। কলিকাতা। ঈশ্বরচন্দ্র বস্তু কোং । এগ্রন্থ খানি এবং কাব্যমালা একই রচয়িত্ব প্রণীত বলিয়া সহসা বিশ্বাস হয় না । একবিতা গুলি ভাল । কাব্যমালা যে ঘোরতর দোষে দুষিত, এগ্রন্থে সে দোষ নাই ; কদাচিৎ বিন্দুপাত হইয়াছে মাত্র, কবিতা গুলিও মধুর। সংস্কৃত ছন্দোবন্দে সকল কবিতা গুলিই লিখিত। উপজাতি, মালিনী প্রভৃতি সংস্কৃত ছন্দে বাঙ্গাল কবিতা রচনা কত কঠিন, তাহা অনেকেই জানেন। লেখক সে দুরূহ ব্যাপারে যে অনেক দূর কৃতকাৰ্য্য হইয়াছেন, ইহা ক্ষমতার মন্দ পরিচয় নহে। অথচ কবিতা মধুর এবং সরস হুইয়াছে। তবে পুরাতন কথাই অনেক । * দেখা যাইতেছে যে, লেখকের কবিত্ত্ব শক্তি এবং শিক্ষ, দুই আছে। তবে কেন তিনি কাব্যমালা লিখিয়াছেন ? কাব্যমঞ্জরী। ঐবলদেব পালিত প্রণীত। কলিকাতা। ঈশ্বরচন্দ্র বস্তু কোং । এই কবিতা গুলির মধ্যে অনেক গুলি উত্তম । স্থানে২ কবিত্বের পরিচয় আছে। | গ্রন্থকার যে এক জন কৃতবিদ্য ব্যক্তি, : অনেক স্থানে তাহারও পরিচয় আছে। অনেক স্থানে নবীনত্বের অভাব লক্ষিত

श्मिन ।. 争

এই কৰি কিছু রূপক প্রিয় J জমেক সুন্দরী দাসী গুলি কবিতাই এই অলঙ্কার বিশিষ্ট । এই রূপ কাব্য, এপর্য্যস্ত কখন অত্যুৎকৃষ্ট কাব্য মধ্যে গণিত হয় নাই, হইতে পারেও না। কাব্যমঞ্জরী মধ্যস্থ সেরূপ কাব্য গুলিনও অত্যুৎকৃষ্ট বলিয়া গণ যাইতে পারে না। তথাপি সে গুলি স্বমধুর এবং সুপাঠ্য হয়। “কবিতার জন্য” ইত্যাভিধেয় কাব্যখনি আমাদিগের বিশেষ প্রীতিকর হইয়াছে। কাব্যগুলি সকলই প্রায় নীতি গর্ভ । আদিরসের সংস্রব মাত্র নাই । এসকল বিষয়ে কাবামঞ্জর কাব্যমালার সম্পূর্ণ বিপরীত। কাৰiমালা কে লিখিয়াছে ? কবিদিগের হৃদয়ে কি, গ্ৰহগণের মত, | এক পিঠ আঁধার এক পিঠ আলো । আর্য্য প্রবর । তত্ত্ববোধক মাসিক পত্র। পাতুরিয়া ঘাটাস্থিত সাহিত্য যন্ত্র। শ্ৰীকাৰ্ত্তিকচন্দ্র চৌধুরী কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত। পত্র খানির বাহাদৃশ্ব উত্তম, ভাল কাগজে পরিষ্কার রূপে ছাপা হইয়াছে. বিষয় গুলিও মন্দ নহে ; | চিত্তাকর্ষক বটে, এবং যত্নসংগৃহীত, কিন্তু | রচনা প্রাঞ্জল বা প্রণালীবদ্ধ নহে। কাগজ খানির উদ্দেশ্য উৎকৃষ্ট, কিন্তু | সম্পাদক মহাশয়কে আমরা অনুরোধ করি, তিনি যেন কেবল প্রকৃত ঘটনা ও বিচারের প্রতি অধিক দৃষ্ট্রি রাখেন। অবল বিলাপ । डोमडी अहना | প্রণীত। ঐযুক্ত হৃদয়শঙ্কর | ബഅജ