পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* (बङ्गाङ्गुबि, क्षiः, *२१* ) জয়স্ত্রিংশভম.পরিচ্ছেদ । ভালবাসার চিহ্নস্বরূপ । কাপাসবন্ত্র মধ্যস্থ তপ্ত অঙ্গীরের স্যায়, দেবেন্দ্রের নিরুপম মুর্তি হীরার অন্তঃ مننه হইল ; কিন্তু দেবেন্দ্রের স্নেহহীন ইন্দ্ৰিয়পর চরিত্র মনে পড়াতে আনার তাহ ক্ষমতাশালনী । ५८वई cनझे क्रमडाँ क्लिव्न বলিয়াই, সে বিশেষ ধৰ্ম্মভীতা না হইয়াও এ পর্য্যন্ত আত্মধৰ্ম্ম সহজেই রক্ষা |. করিয়াছিল। সেই ক্ষমতা প্রভাবেই, সে দেবেন্দ্রর প্রতি প্রবলামুরাগ, অপাত্রস্তস্ত জানিয়া সহজেই শমিত করিয়া রাখিতে পারিল। বরং চিত্তসংযমের সদুপায় স্বরূপ হীরা স্থির করিল যে, পুনৰ্বার দাস্তবৃত্তি অবলম্বন করিবে। পয়গুহের গৃহকৰ্ম্মানিতে অমুদিন নিরক্ত ঋকিyে; বৃশ্চিক দংশন স্বরূপ জ্বালা - ভুলিঙ্কে পারিৰে। নগেন্দ্র যখন কুন্দনগিনীকে করণকে স্তরে২ দগ্ধ করিতেছিল। অনেকবার হীরার ধৰ্ম্মভীতি, এবং লোক লজ্জা, ; প্রণয় বেগে ভাসিয়া যাইবার উপক্রম ; করার আর একটি কারণ ছিল । হীরা । g n

বদ্ধমুল হইল। হীরা চিত্ত সংযমে বিলক্ষণ । করিলেন, তখন হীরা ভূতপূর্ব জামুগত্যের বলে দাসীৰ ভিক্ষা করিল। কুন্দের অভিপ্রায় জানিয়া নগেন্দ্র হীরাকে কুন্দনন্দিনীর পরিচর্য্যায় নিযুক্ত রাখিয়া গেলেন । হীরার পুনর্বার দাস্যবৃত্তি স্বীকার § পূৰ্ব্বে অর্থাদি কামনায়, কুন্দকে নগেন্দ্রের ভবিষ্যৎ প্রিয়তমা মনে করিয়া স্বীয় বশীভূত করিবার জন্য যত্ন পাইয়াছিল। ভবিয়াছিল, নগেন্দ্রের অর্থ কুন্দের হস্তগত হইবে ; কুন্দের হস্তগত অর্থ হীরার হইবে। এক্ষণে সেই কুন্দ নগেন্দ্রের গৃহিণী হইল। অর্থ সম্বন্ধে কুন্দের কোন বিশেষ আধিপত্য জন্মিল না, কিন্তু এখন সে কথা হীরারও মনে স্থান পাইল না । হীরার অর্থে আর মন ছিল না, মন থাকিলেও কুন্দ হইতে লন্ধ অর্থ বিষণ্ডুল্য বোধ হইত। 弹 : ইর, আপনার নিষ্ফল প্রণয় যন্ত্রণ, সছ করিতে থারিত, কিন্তু কুন্দনন্দিনীর প্রতি দেবেক্সের অমুৱাগ সঙ্গ করিতে পারিল 리, ।। इुन्: क्षिौद्र। শুনিল যে, بهرابهمن ۹ ssی. গোবিন্ধগুৱে, রাশিয়া পর্যটন ক্ষে