পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'বঙ্গদর্শদ, মা, ২৭৯) আকাশ উন্মাদকর, হইয়াছিল। পুষ্পগন্ধে “স্বরভি বায়ু যেমন উন্মাদকর, প্রকৃতিস্থ কোন সামগ্রীই তক্রপ নহে। এমত | সময়ে হীরা অকস্মাৎ লতা মণ্ডপ মধ্যে | পুরুষমূৰ্ত্তি দেখিতে পাইল । চাহিয়া |.দেখিল যে, সে দেবেন্দ্র। অন্ত দেবেন্দ্র ছদ্মবেশী নহেন, নিজবেশেই আসিয়াছেন। | হীরা বিস্মিত হইয়া কহিল, “আপনার এ অতি দুঃসাহস । কেহ দেখিতে পাইলে, আপনি মারা পড়িবেন ।” দেবেন্দ্র বলিলেন, “যে খানে হীরা আছে, সে খানে আমার ভয় কি ?” এই বলিয়া দেবেন্দ্র হীরার পার্শ্বে বসিলেন। হীর চরিতার্থ হইল। কিয়ৎক্ষণ পরে | কহিল, “কেন এখানে এসেছেন ? যার | আশায় এসেছেন, তার দেখা , পাইবেন 미 f”

  • আশায় এসেছি।” * * | ইরা লুব্ধ চাটুকারের কপটালাপে প্রতারিত না হইয়া হাসিল এবং কছিল, “আমার কপাল যে এত প্রসন্ন হইয়াছে, তা ত জানিনা। যাহা হউক, যদি আমার ভাগই ফিরিয়াছে, তবে যে খানে নিষ্কণ্টকে বসিয়া আপনাকে দেখ্রিয়া মনের তৃপ্তি হইবে, এমন স্থানে যাই চলুন। এখানে অনেক বিস্ত্র।”

দেবেন্দ্র বললেন, “কোথায় বাইৰ ?” ইয়া কছিল, “যেখানে কোন ভয় “ভা ত পাইয়াছি । আমি তোমারই ], নাই । চলুন।” দে। তুমি আমার জন্য কোন ভয় করিও না। शै। शनि श्रांननांद्र ऊछ उग्न न থাকে, তামার জন্য ভয় করিতে হয় । আমাকে আপনার কাছে এ অবস্থায় কেহ . দেখিলে, আমার দশা কি হইবে ? দেবেন্দ্র সঙ্কুচিত হইয়া কহিলেন, “তবে চল । তোমাদের নূতন গৃহিণীর সঙ্গে আলাপটা একবার ঝালিয়ে গেলে झग्न नां ?' হীরা এই কথা শুনিয়া দেবেন্দ্রের প্রতি যে ঈর্ষানল জ্বালিত কটাক্ষ করিল, দেবেন্দ্র অস্পষ্টালোকে ভাল দেখিতে পাইলেন না । হীরা কহিল,— “র্তাহার সাক্ষাৎ পাইবেন কি প্রকারে ?” দেবেন্দ্র বিনীত ভাবে'কহিলেন, “তুমি কৃপা করিলে সকলই হয় ।” হীরা কহিল, “তবে এইখানে আপনি । সতর্ক হইয়া বসিয়া থাকুন। আমি তাহাকে ভাকিয়া আনিতেছি ।” - এই বলিয়া হীরা লতা মণ্ডপ হইতে বাহির হইল। কিয়দুর আসিয়া এক বৃক্ষান্তরালে বসিল, এবং তখন তাহার কষ্টসংরুদ্ধ নয়নবারি দরবিগলিত হইয়া বহিতে লাগিল। পরে গাত্রোথান করিয়া বাটীর মধ্যে প্রবেশ করিল, কিন্তু কুন্দ вина: ананаи আপনার সেই নিকুঞ্জ বনে |