পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাররক্ষকদিগকে কহিল, “তোমরা শীঘ্র | নাগরা জুতার শব্দ শুনিয়া, দূর হইতে + কালো২ গালপাটা দেখিতে পাইয়া, লতামণ্ডপ হইতে লাফ দিয়া বেগে পলায়ন | করিলেন। তেওয়ারি গোষ্ঠী কিছুদূর পশ্চাদ্ধাবিত হইল। তাহার দেবেন্দ্রকে ধরিতে পারিয়াও ধরিল না। কিন্তু দেবেন্দ্র | কিঞ্চিত পুরস্কৃত না হইয়া গেলেন না । | পাক বাঁশের লাঠির আম্বাদ তিনি প্রাপ্ত হইয়াছিলেন কি না, আমরা নিশ্চিত জানি না, কিন্তু দ্বারবানগণ কর্তৃক “শ্বশুরা” | শালা” প্রভৃতি প্রিয় সম্বন্ধসূচক নানা মিষ্ট সম্বোধনের দ্বারা অভিহিত হইয়া | ছিলেন, এমত আমরা শুনিয়াছি। এবং তাহার ভূত্য একদিন তাহার প্রসাদি | ব্রাণ্ডি খাইয় পরদিবস আপন উপপত্নীর | নিকট গল্প করিয়াছিল যে, “আজি বাবুকে | তেল মাখাইবার সময়ে দেখি যে, তাহার | পিঠে একটা কালশিরা দাগ * * | দেবেন্দ্র গৃহে গিয়া দুই বিষয়ে স্থিরকল্প হইলেন। প্রথম, হীরা থাকিতে তিনি | जांब मख बाज़ी बांशrवन न। विडौश, # शैब्रटक देशंद्र यठिधान विtदन । পরিণামে তিনি शिक्तूक | বাহিত করিয়া চলিলেন-কেননা তিনি n_جح=== g. تاہم امیہ طوی:٤. م خہ - ہ (बङ्गश्चान्, क्ष३ि. ss१* ।) প্রদান করিলেন। হীরার . লঘুপাপে গুরুদণ্ড হইল। হীরা এমত গুরুতর শাস্তি | প্রাপ্ত হইল যে, তাহ দেখিয়া শেষে | দেবেন্দ্রেরও পাষাণহৃদয় বিদীর্ণ হইয়াছিল। । তাহা বিস্তারে বর্ণনীয় নহে, পরে সংক্ষপে বলিব। চতুস্ত্রিংশত্তম পরিচ্ছেদ পখিপাখে। বর্ষাকাল। বড় দুৰ্দ্দিন । সমস্ত দিন: বৃষ্টি হইয়াছে। একবারও সূর্যোদয় হয় | নাই। আকাশ মেঘে ঢাকা। কাশী | যাইবার পাকা রাস্তার ঘুটিঙ্গের উপর | একটু একটু পিছেল হইয়াছে। পথে | প্রায় লোক নাই—ভিজিয়াং কে পথ | চলে ? এক জন মাত্র পথিক পথ | চলিতেছিল। পথিকের ব্রহ্মচারির বেশ । গৈরিকবর্ণ বস্ত্র পরা—গলায় রুদ্রাক্ষ—. কপালে চন্দন রেখা—জটার আড়ম্বর | কিছু নাই, ক্ষুদ্র২ কেশ গুলি কতক ২ শ্বেতবর্ণ। এক হাতে গোলপাতার ছাত, অপর হাতে তৈজস–ব্রহ্মচারী ভিজিতে২ চলিয়াছেন। একে ত দিনেই অন্ধকার, তাহতেই আবার পথে রাত্র হুইল—আমনি পৃথিবী মলীময়ী হইল—প্ৰথিক কোথায় | পথ, কোথায় আপথ, কিছু অনুভব করিতে 1, পারিলেন না। তথাপি পথিক পথ অতি