পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4'S 8 - কোথায় সে চাদ ? কি দোষে তাকে নগেন্দ্র পায়ে ঠেলিয়াছেন ? কুন্দ এই কথা রাত্র দিন ভাবে, রাত্র দিন কঁদে । ভাল, নগেন্দ্র নাই ভাল বাস্থন—তাকে ভাল বাসিবেন কুন্দের এমন কি ভাগ্য— একবার কুন্দ তাকে দেখিতে পায় না কুন্দই এই বিপত্তির মূল ; সকলেই ভাবে, কুন্দই অনর্থের মূল। কুন্দ ভাবে, কি দোষে আমি সকল অনথের মূল। কুক্ষণে নগেন্দ্র কুন্দকে বিবাহ করিয়াছিলেন। যেমন উপাস বৃক্ষের তলায় যে বসে, সেই মরে, তেমনি এই বিবাহের ছায়া যাদ্ধাকে স্পর্শ করিয়াছে, সেই মরিয়াছে। আগর কুন্দ ভাবিত, “সূর্য্যমুখীর এই দশা আমাহতে হইল। সূৰ্য্যমুখী আমাকে রক্ষা করিয়াছিল—আমাকে ভগিনীর স্থায় ভাল বাসিত—তাহাকে পথের কাঙ্গালিনী করিলাম ; আমার মত অভাগিনী কি আর আছে ? আমি মরিলাম না কেন ? এখনও মরি না কেন?” আবার ভাবিত, “এখন মরিল না। তিনি আসুন—তাকে আর একবার দেখি—তিনি কি আর আসিবেন না ?” কুন্দ সূর্যমুখীর মৃত্যু সম্বাদ পায় নাই। তাই মনে মনে বলিত, “এখন শুধুই মরিয়া কি হইবে ? যদি সূর্যমুখী ফিরিয়া কেন ? শুধু তাই কি ? তিনি ভাবেন, । বিষবৃক্ষ। ly { আর তার সুখের (বঙ্গদর্শন, মাঃ, ১২৭৯ আসে, তবে মরিব । কঁাটা হব না।” ত্রিচারিংশত্তম পরিচ্ছেদ । প্রত্যাগমন । কলিকাতার আবশ্যকীয় কাৰ্য্য সমাপ্ত হইল। দানপত্র লিখিত হইল। তাহাতে ব্রহ্মচারীর এবং অজ্ঞাত নাম ব্রাহ্মণের পুরস্কারের, বিশেষ বিধি রহিল। তাহ হরিপুরে রেজিষ্টি হইবে, এই কারণে দান পত্র সঙ্গে করিয়া নগেন্দ্র গোবিন্দপুর গেলেন। শ্রীশচন্দ্রকে যথোচিত যানে অনুসরণ করিতে উপদেশ দিয়া গেলেন। শ্ৰীশচন্দ্ৰ ভঁাহাকে দান পত্রাদির ব্যবস্থা, এবং পদব্রজে গমন, ইত্যাদি কার্না হইতে বিরত করিবার জন্য অনেক যত্ব করিলেন, কিন্তু সে যত্ব নিস্ফল হইল । অগত্য। তিনি নদীপস্থায় তাহার অনুগামী হইলেন । মন্ত্রী ছাড়া হইলে কমলমণির চলে না, সুতরাং তিনিও বিনা জিজ্ঞাসা বাদে সতীশকে লইয়া শ্ৰীশচন্দ্রের নৌকায় গিয়া উঠিলেন । কমলমণি আগে গোবিন্দপুরে আসিলেন, দেখিয়া কুন্দনন্দিনীর বোধ হইল, আবার আকাশে একটি তারা উঠিল। যে অবধি সূৰ্য্যমুখী গৃহত্যাগ করিয়া গিয়াছিলেন,সেই অবধি কুন্দনন্দিনীর উপর কমলমণির দুর্জয় ক্রোধ ; মুখ দেখিতেন ੋਜ਼== 曼