পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(व कन*न, भt:, ४.११> 1) জান না জনমভূমি স্বৰ্গ গরীয়সী ! . কি মুখের স্থান যথা স্বজন গেয়সী। ইত্যাদি । ..আবার একস্থানে જૂઠ્ઠાં, মন্দ মন্দ সমীরণ, বঞ্জিতেছে অমুক্ষণ, দেখিয়া আমার মন, স্নিগ্ধ অতিশয় । স্বভাবের শোভা হেরি, শৈাক लूव्र ब्रग्न ॥ براكسـةtة جfه .ইত্যাদি । অন্যাস্য অনেক স্থান পড়িয়া দেখিলাম —সকলই ঐ রূপ । আমরা গ্রন্থকারকে জিজ্ঞাসা করি, এই রূপ কথা, তিনি কত লক্ষ বার পড়িয়াছেন, তাহার সংখ্যা করিতে পারেন ? যাহা লক্ষ২ বার লিখিত,পঠিত, কথিত শ্রুত, চর্বিত, উদগীরিত হইয়াছে, .তাহ! আবার উদগীর্ণ করিয়া লাভ কি ? লাভ দূরে যাউক, সুখ কি ? কবিতাকুসুম। প্রথম ভাগ । প্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচন । ઇંડ ঐতিনকড়ি মুখোপাধ্যায় কর্তৃক প্রণীত ও প্রকাশিত। কলিকাতা জি, পি, রায় এণ্ড কোম্পানির যন্ত্রে। আমরা উপেন্দ্র বাবুকে যাহা বলিলাম, তিনকড়ি বাবুকেও তাঁহাই বলি। এই খানি কবিতা কুসুমের প্রথমভাগ। দ্বিতীয় ভাগ প্রকাশ না করিলেও হয়। সম্ভাবকুন্ত্রম । শ্ৰীশ্ৰীনাথচন্দ্র প্রণীত। কলিকাতা প্রাচীন ভারতযন্ত্র । এই কবিতা গুলিন নিতান্ত অপাঠ্য নহে । স্থানে২ মধুর। কিন্তু কবিতার অমৃত বাঙ্গালা দেশে আজকাল ছড়াছড়ি যাইতেছে। এরূপ মাধুর্ঘ্যও ভাল লাগে না। এ গ্রন্থেও বিশেয প্রশংসনীয় কিছু নাই। প্রথম চরিতাষ্টক। শ্ৰীকালীময় ঘটক কর্তৃক সঙ্কলিত। হুগলী বুধোদয় যন্ত্র । দেখিলাম, এখনি দ্বিতীয়বার মুদ্রিত হইয়াছে। এতৎ সম্বন্ধে আমাদের কিছুই বক্তব্য, নাই । Es