পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এক সদাশয় বানরীর চরিত্র বিশেষ ८कौडूकांबद । cन ८कदल अष्ट छांउँौग्न বানর শিশু পালন করিত, এমত নহে ; কুকুর এবং বিড়ালের শাবক চুরি করিয়া "আনিয়া লালন পালন করিত এবং বহন করিয়া বেড়াইত । এই রূপে দত্তক গৃহীত একটি মার্জার শিশু দৈবাৎ এই স্নেহময়ীকে আঁচড়াইয়াছিল। স্নেহময়ী তাহাতে বিস্মিত হইয়া কারণানুসন্ধানে প্রবৃত্ত হইলেন। আশ্চর্ষ্য হইয়া দেখিলেন যে মার্জার, শাবকের নখ আছে। সে এইরূপ কৃতঘ্নতায় আর দুষিত না হইতে পারে, এই আশয়ে তাহার নখ গুলি দংশন করিয়া ছিন্ন করিয়া দিল। মনুষ্যের পোষ্যপুত্রের দৌরাত্ম নিবারণের এরূপ কোনও উপায় হয় না ? . C. Chacma qș wiềH TRH I Drill অন্য জাতীয় বানর ; কিন্তু •Chacman foo #s Rhesus আর এক জাতীয় বানর। লণ্ডনের পশুনিবাসোষ্ঠানে একটি প্রাচীন Chacma নিবাস করিতেন। নিকটে একটি যুবা Rhesus ছিল। বৃদ্ধ তাহাকে পোষ্য পুত্র গ্রহণ করিলেন । * তৎপরে সেখানে ছুটি Drill আনীত হইলে প্রাচীন দেখিলেন যে কুটুম্বের ছেলে আসিয়াছে ; অতএব তিনি তৎক্ষণাৎ Rhesusকে ত্যাগ করিয়া pril দুইটিকে গ্রহণ করিলেৰ ৮ ইহাতে রাজ্যভ্রষ্ট যুবরাজ বানরচয়িত ●ቖምፃ ক্ষুণ্ণমনা হইবেন, বিচিত্র কি ? যুবরাজের নানা প্রকার ক্ষোভ প্রকাশক কাৰ্য্য ডারুইন স্বয়ং দেখিয়াছেন। যুবরাজ Drill দুইটিকে নানা প্রকার পীড়া দিতেন ; তাহাতে বৃদ্ধ দশরথ ক্রোধ" প্রকাশ করিতেন। * ... • বানরেরা ক্ষেপাইলে ক্ষেপে । লগুনের পশু নিবাসোদ্যানে একটি বানর ছিল, তাহাকে কিছু পড়িয়া শুনাইলে সে বড় রাগ করিত। পত্র বা গ্ৰন্থ পাঠে তাহকে ক্ষেপিতে ড়ারুইন স্বয়ং দেখিয়াছেন। একবার এমন রাগিয়াছিল, যে আপনার চরণ দংশন করিয়া রক্তপাত করিল। ইহাতে বানরটিকে দোষ দেওয়া অন্যায়। গ্রন্থ বিশেষ পাঠ করিলে, অনেক মহাশয়ই এইরূপ রাগ করিয়া থাকেন । মেঘনাদ বধ পড়িয়া অনেক অধ্যাপককে এইরূপ বানর করা যায়। বানরের যুদ্ধ পটু। - একদা ভু্যক অৰ কোবর্গগথ অনুচরবগ সমভিব্যাহারে আবিসিমিয়া প্রদেশে মেন্স নামক পাৰ্ব্বত্য পথ আরোহণ করিতে ছিলেন, এমত সময়ে বানরেরা দলবদ্ধ হইয় তাহার পথ অবরোধ কৰিল। রেঙ্গর সঙ্গে ছিলেন। তখন নর বানরে তুমুল সংগ্রাম ' উপস্থিত হইল। সাহেবের বন্দুক চালাইলেন, বানরেরা শিলাখণ্ড বর্ষণ করিতে লাগিল। প্রথমে বানরেরাই জয়ী, হইয়াছিল। শেষে কি হইল, তাহ ইন্থি !,