পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৬১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - - * o 변 - e. ইন্দির । అYat p জলচর পক্ষীগণ ক্রীড়া করিতেছে—মৃত্যু | পবনের মৃদুই তরঙ্গ হিল্লোলে স্ফটিক ভঙ্গ হইতেছে—ফুদ্রোৰ্ম্মি প্রতিঘাতে কদাচিৎ জলজ পুষ্প পত্র এবং শৈবাল দুলিতেছে। দেখিতে পাইলাম যে আমার দ্বারবানের জলে নামিয়া মান করিতেছে—তাহাদের | অঙ্গচালনে তাড়িত হইয়া শু|মসলিলে শ্বেত মুক্তাহার বিক্ষিপ্ত হইতেছে। দেখিলাম o যে বাহকের ভিন্ন আমার সঙ্গের লোক সকলেই এক কালে মানে নমিয়ছে। সঙ্গে দুই জন স্ত্রীলোক—এক জন শ্বশুর বাড়ীর একজন বাপেৰ বাড়ীর, উভয়েই জলে । আমার মনে একটু ভয় হইল— কেহ নিকটে নাই। স্থান মন্দ, ভাল করে নাই। কি করি, আমি কুলবধু, মুখ ফুটিয়া 1. কাহাকে ডাকিতে পারিলাম না । - এমত সময়ে পান্ধীর অপর পাশ্বে কি একটা শব্দ হইল। যেন উপরিস্থ বটবৃক্ষের শাখা হইতে কিছু গুরু পদার্থ পড়িল । আমি সে দিগের কপাট অল্প খুলিয়া দেখিলাম। দেখিলাম, যে এক জন কৃষ্ণবর্ণ বিকটাকার মনুষ্য । দেখতেঃ আর এক জন মানুষ গাছের উপর হইতে লাফাইয়া পড়িল ! দেখিতে দেখিতে আর এক জন, আবার এক জন । এই রূপ্ল চারিজন প্রায় এককালীনই গাছ হইতে লাফাইয়া পড়িয়াই—পাকি স্বন্ধে করিয়া উঠাইল। উঠাইয়া উৰ্দ্ধশ্বাসে .ছুটিল । । . লাগিল । আমি বলিয়াছি, জলের ধারে ছিল । SAASAASAASAASAAAS দেখিতে পাইয়া আমার দ্বারবানের : “কোন হায় রে । কোন্ হায় রে ” রব তুলিয়া জল হইতে দৌড়াইল । তখন বুঝিলাম যে, আমি দস্থ্য হস্তে পড়িয়াছি । তখন আর লজ্জ্বায় কি করে । , পান্ধির উভয় দ্বার মুক্ত করিলাম্। দেখিলাম যে, আমার সঙ্গের সকল লোকে অত্যন্ত কোলাহল করিয়া পশ্চাদ্ধাবিত হইয়াছে। প্রথমে ভরসা হইল। কিন্তু শীঘ্রই সে ভরসা • দূর হইল। তখন নিকটস্থ অদ্যান্য বৃক্ষ হইতে লাফাইয়া পড়িয়া বহুসংখ্যক দন্ত্য দেখা দিতে বটবৃক্ষের শ্রেণী । সেই সকল বৃক্ষের নীচে দিয়া দত্যেরা পাল্কি লইয়া যাইতেসেই সকল বৃক্ষ হইতে মনুষ্য লফাইয়া পড়িতে লাগিল । তাহীদের কাহারও হাতে বাঁশের লাঠি, কাহারও হাতে বটের ডাল। . লোক সংখ্যা অধিক দেখিয়া আমার সঙ্গের লোকের পিছাইয় পড়িতে লাগিল । তখন আমি নিতান্ত হতাশ্বাস হইয়া মনে করিলাম, লাফাইয়া পড়ি। কিন্তু বাহকের যেরূপ দ্রুত বেগে যাইতেছিল—তাহাতে পান্ধি হইতে নামিলে’ আঘাত প্রাপ্তির সম্ভাবনা। বিশেঃ একজন দস্থ্য আমাকে লাঠি দেখাইয়া কহিল ষ্ণুে “নামিৰি ত মাত ভাঙ্গিয়, দিব।” স্বতরাং আমি নিরস্ত হইলাম।


سلم-عیسی ----حجم --------