পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ • - দিয়াছেন, তfহা নহে, হৃদরের মধ্যেও এক করিয়াছেন । যতদিন রমেশের ভালবাসার গতি অন্যদিকে ছিল, ততদিন যথার্থ মিলনের সময় জাসে নাই--আজ যখন রমেশ সম্পূর্ণতাবেই কমলার কাছে আত্মসমর্পণের জন্ত প্রস্তুত হইয়াছে, তখন আর সংশয় করিবার বিষয় কি জাছে ! একটা আছে বটে— প্রকৃত ঘটনাটা কণলাকে বলা হয় নাই । তা, কোনো একদিন সেটাও বলিবার সুযোগ নিশ্চয় আসিবে ! এই ভাবিয়া রমেশ আর বিলম্বমাত্র না করিয়া কমলাকে এক চিঠি লিখিরা বসিল । লিখিল— “প্রিয়তমাস্ক— “কমলা, তোমাকে এই যে সম্ভাষণ কfরলাম, ইহাকে চিঠি লিখিবার একটা প্রচলিত পদ্ধতিপালন বলিয়া গণ্য করিয়ো না । যদি তোমাকে আজ পৃথিবীতে সকলের .চয়ে প্রিয় বলিয়া না জানিতাম, তবে কখনই আজ ‘প্রিয়তমা” বলিয়া সম্ভাষণ করিতে পারিতাম না। যদি তোমার মনে কখনো কোনো সন্দেহ হইয়া থাকে, যদি তোমার কোমল হৃদরে কখনো কোনো আঘাত করিয়া থাকি, তবে এই যে আজ সত্য করিয়া তোমাকে ডাকিলাম ‘প্রিয়তম৷”,ই হাতেই আজ তোমার সমস্ত সংশয়, সমস্ত বেদুলা নিঃশেষে ক্ষালন করিয়া দিক "ইহার চেয়ে তোমাকে আর বেশি বিস্তারিত করিয়া কি বলিব ! এ পর্য্যন্ত আমার অনেক আচরণ তোমার कां८ह निश्कब्र दार्थांछमक शहेब्रां८छ्-cनखञ्च शनि छूमि भएन मरन आभाव्र विक्रzरू अडिरषांश्न করিয়া থাক, তবে আমি প্রতিবাদী হইয়া ৰঙ্গদর্শন । [ ৪র্থ বর্ষ, আষাঢ় । তাহার লেশমাত্র প্রতিবাদ করিব না—আমি কেবল বলিব, আজ তুমি আমার প্রিয়তম, তোমার চেয়ে প্রিয় আমার আর কেহই নাই — ইহাতেও যদি আমার সমস্ত অপ নাধের, সমস্ত অসঙ্গত আচরণের শেষ জখাব না হয়, তবে আর কিছুতেই হইবে না । Bø “অতএব কমলা, আজ তোমাকে এই ‘প্রিয়তমা’সম্বোধন করিয়া আমাদের পরিচয় হীন সংশয়াচ্ছন্ন অতীতকে দূরে সরাইয়৷ দিলাম, এই ‘প্রিয়তমা’সম্বোধন করিয়া অামাদের মুখ-শাস্তি-ভালবাসার ভবিষ্যৎকে আরম্ভ করিলাম । তোমার কাছে আমার একাও মিনতি, তুমি আজ আমার ‘প্রিয়তমা' এই কথাটি সম্পূর্ণ বিশ্বাস কর । ইহা যদি ঠিক তুমি মনে গ্রহণ করিতে পার, তবে কোনে। সংশয় লইয়া আমাকে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করিবার প্রয়োজন থাকিবে না ! “তাহার পরে, আমি তোমার ভালবাস। পাষ্টয়াছি কি না, সে কথা তোমাকে জিজ্ঞাস; করিতে আমার সাহস হয় না । আমি জিজ্ঞাসা করিবও না । আমার এই অমুচ্চারিত প্রশ্নের অমুকুল উত্তর একদিন তোমার হৃদয়ের ভিতর দিয়া আমার হৃদয়ের মধ্যে নিঃশব্দে আসিয়া পৌছিবে, ইহাতে আমি সন্দেহমাত্র করি না । ইহা অামি আমার ভালবাসার জোরে বলিতেছি ;– আমার যোগ্যতা লইয়া অহঙ্কার করি না, কিন্তু আমার সাধন কেন সার্থক হইবে না ? “আমি বেশ বুঝিতেছি, আমি যাহা লিখিতেছি, তাহা কেম্ন সহজ হইতেছে ন— उांश ब्रार्णीब्र भड उ#ांश्ञइ-हेका कब्रिতেছে, এ চিঠি ছিড়িয়া ফেলি! কিন্তু ষে চিঠি