পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২. ভিতরে ধড়ফড় করিতেছে—কিন্তু মুখ ফুটিয়া চাহিলে আমি দিব না—কখনো দিব না -দেখি কতক্ষণ পণ রাখিতে পার ” এমনসময় উমা একটা সাবানের বাক্সে দড়ি বাধিয়া টানিয়া-অনিয়া কহিল “মাসি, 하- !” 懿 কমলা তাড়াতাড়ি উমিকে কোলে তুলিয়া বারংবার চুমো খাইতে খাইতে শোবার ঘরে লইয়া গেল। উমি তাহার শকটচালনায় অকস্মাৎ বাধাপ্রাপ্ত হইয়া চীৎকার করিতে লাগিল--কিন্তু কমলা,কোনোমতেই ছাড়িল না–তাঁহাকে ঘরের মধ্যে লইয়া-গিয়া নানাপ্রকার প্রলাপবাক্যে তাছার মনোরঞ্জনচেষ্টায় প্রবলবেগে প্রবৃত্ত হইল । শৈল আসিয়া কহিল—“হার মানিলাম ----তোরই জিৎ—আমি ত পরিতাম না । ধন্তি মেয়ে ! এই নে ভাই—কেন মিছে অভিশাপ 总 কুড়াইব !" এই বলিয়া বিছানার উপরে চিঠিখান। ফেলিয়া উমিকে কমলার হস্ত হইতে উদ্ধার করিয়া লইয়া চলিয়া গেল । লেফাফাটা লইয়া একটুখানি নাড়াচাড়া করিয়া কমলা চিঠিখানা খুলিল---প্রথম দুইচারি লাইনের উপরে দৃষ্টিপাত করিরাষ্ট তাহার মুখ লাল হইয়া উঠিল। লজ্জায় সে চিঠিথান একবার ছুড়িয়া ফেলির দিল । প্রথম ধাক্কার এই প্রবল বিতৃষ্ণার আক্ষেপ সামূলtইয়া-লইয়া আবার সেই চিঠি মাটি হইতে তুলিয়া সমস্তটা সে পড়িল । সমস্তটা সে ভাল করিয়া বুঝিল কি না বুঝিল, জানি না, কিন্তু তার মনে হইল, যেন সে হাতে করিয়া কি একটা পঙ্কিল পদার্থ নাড়িতেছে। চিঠি दश्रजभ्चन । [ ৪র্থ ৰখ, আষাঢ়। খান আৰার সে ফেলিয়া দিল । ষে ব্যক্তি তাহার স্বামী নহে, তাহারই ঘর করিতে হইবে, এইজন্য এই আহবান । রমেশ জানিয়াশুনিয়া এতদিন পরে তাহাকে এই অপমান করিল ! গাজিপুরে আসিয়; রামশের দিকে কমলা যে তাহার হৃদয় অগ্রসর করিয়া দিয়াছিল, সে কি রমেশ বলিয়া, না তাহার স্বামী বলিয়া ? রমেশ তাহাই লক্ষ্য করিয়াছিল, cमहेछछहे ‘श्रनाथांब्र' ७थङि न ब्रां कब्रिब्र তাহাকে আজ এই তালবাসার চিঠি লিখিয়াছে ! ভ্রমক্রমে য়ুমেশের কাছে যেটুকু প্রকাশ পাইয়াছিল, সেটুকু কমলা আজ কেমন कग्निब्रां किब्राहेग्रां ठहेtव-८कभन कब्रिब्बा ! এমন লজ্জা, এমন ঘৃণা কমলার অদৃষ্ট্রে কেন ঘটিল! সে জন্মগ্রহণ করিয়া কাহার কাছে কি অপরাধ করিয়াছে । এবারে ঘর” বলিয়। একটা বীভৎস জিনিষ কমলাকে গ্রাস করিতে আসিতেছে কমল কেমন করিয়া রক্ষা পাইবে । রমেশ যে তাহার কাছে এত-বড় বিভীষিকা হইয়া উঠিবে, দুইদিন আগে তাহ। কি কমল স্বপ্নেও কল্পনা করিতে পারিত ? ইতিমধ্যে দ্বারের কাছে উমেশ আসিয়া একটুখানি কাশিল । কমলার কাছে কোনো সাড়া ম' fাইয়া সে আস্তে আস্তে ডাকিল । “ম৷ ” কমলা দ্বারের কাছে আসিল, উমেশ মাথা চুলকাইয়া বলিল, “ম, আজ সিধুবাবুর মেয়ের বিবাহে কলিকাতা হইতে একটা যাক্কার দল জানাইয়াছেন।” । কমলা কছিল, “বেশ ত উমেশ, দুই ৰাজ শুনিতে বাস।” 象 উল্লেশ। কাল কাল কি कूण फूलिब्र * श्रानिब्रl लएड दहेटव ? '