পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\98 একটা প্রকাশচেষ্টা চলিতেছে তাহান পরিণাম কি, তাহার গতি কোন দিকে, তাহ স্পষ্ট করিয়া কে জানে ? ' অতএব দেবতা যদি বস্ত্র দিতে আসেন, তৰে হঠাৎ দেখি, প্রার্থনা জানাইবার জন্যও প্রস্তুত নই। তখন এই কথা বলিতে হয়, আমার যথার্থ প্রার্থনা কি, তাহা জানিবার জন্য আমাকে সুদীর্ঘ সময় দাও । নহিলে উপস্থিতমত হঠাৎ একটা-কিছু চাহিতে গিয়৷ হয় ত ভয়ানক ফাঁকিতে পড়িতে হইবে। বস্তুত আমরা সেই সময় লইয়াছি— আমাদের জীবনটা এই কাজেই আছে। আমরা কি প্রার্থনা করিব, তাহাই অহরহ পরখ করিতেছি। আজ বলিতেছি খেলা, কাল বলিতেছি ধন, পরদিন বলিতেছি মন—এমনি করিয়া সংসারকে অবিশ্রাম মন্থন করিতেছি,—আলোড়ন করিতেছি । কিসের জন্ত ? আমি যথার্থ কি চাই, তাহারই সন্ধান পাইবার জন্ত । মনে করিতেছি – টাক খুজিতেছি, বন্ধু খুজিতেছি, মান খুজিতেছি ; কিন্তু আসলে আর কিছু নয়, কাহাকে যে খুজিতেছি, তাহাই নানাস্থানে খুজিয়া বেড়াইতেছি—আমার প্রার্থনা কি, তাহাই জানি না । যাহার। আপনাদের অন্তরের প্রাথনা খুজিয়া পাইয়াছেন বলেন,—শোমা গিয়াছে তাহারা কি বলেন। তাহারা বলেন, একটিমাত্র প্রার্থনা আছে, তাহা এই— অসন্তে ৰ সদৃগময়, হমসে ম৷ জেlfতৰ্গমঞ্চ, মৃতোমামৃত গময়। স্বাধীরাবণ এধি , রুদ্র যত্তে দক্ষিণং মুখঃ তেন মাং পাহি নিত্যম্। वक्रांत्रि । [ ৪র্থ বর্ষ, জাষাঢ়। অসত্য হইতে আমাকে সত্যে লইয়| যাও, অন্ধকার হইতে আমাকে জ্যোতিতে লইয়া যাও, মৃত্যু হইতে আমাকে অমৃতে লইয়। ধাও ! হে স্বপ্রকাশ, আমার নিকটে প্রকাশিত হও। রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ, তাহার দ্বারা আমাকে সৰ্ব্বদাই রক্ষা কর ! কিন্তু কানে শুনিয়া কোনো ফল নাই এবং মুখে উচ্চারণ করিয়া যাওয়া আরো বৃথা । আমরা যখন সতাকে, আলোককে, অমৃতকে যথার্থ চাহিব, সমস্ত জীবনে তাহার পরিচয় দিব, তখনি এ প্রার্থনা সার্থক হইবে । যে প্রার্থনা আমি নিজে মনের মধ্যে পাই নাই, তাহা পূর্ণ হইবার কোনো পথ আমার সম্মুখে নাই । অতএব, সবই শুনিলাম বটে, মন্ত্র ও কর্ণগোচর হইল—কিন্তু তবু এখনো প্রার্থন করিবার পূৰ্ব্বে প্রার্থনাটিকে সমস্ত জীবন দিয়া পুজিয়া পাইতে হইবে । বনস্পতি হইয়া উঠিবার একমাত্র প্রার্থনা" বাজের শতাংশের মধ্যে সংহতভাবে, নিগূঢ়ভাবে নিহিত হইয়া আছে—কিস্তু যতক্ষণ তাহা অঙ্কুরিত হইয়া আকাশে, আলোকে মাপ না তুলিয়াছে, ততক্ষণ তাহী না থাকারই তুল্য হইয়া আছে। সত্যের আকাঙ্ক্ষা, অমুতের আকাজ। আমাদের সকল আকাজণর অস্তনিহিত, কিন্তু ততক্ষণ আমরা তাহাকে জানিই না, যতক্ষণ না সে আমাদ্রের সমস্ত ধূলিস্তর বিদীর্ণ করিয়া মুক্ত আকাশে পাত মেলিতে পারে । - আমাধের 4ಣೆ'! প্রার্থনাটি কি, তl২ অনেকসময় অন্তের ভিতর"দয়া আমাদিকগ.ে ਬਿਲ হয়। জগতেশ্বর মহাপুরুষের- আমা