পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সংখ্যা । ] বন্দনায় বলিয়াছেন— বিদ্যাপতি-পদযুগল সরোরহ-নিন্মলিত মকরনেদ | তছু মৰু মানস মাতল মধুকর পিবইতে কল্প অল্পবন্ধে । সেই অমুবন্ধের বশবৰ্ত্তী হইয়া গোবিন্দদাস কেবল বন্দনা করিয়৷ ক্ষাস্ত হন নাই, পুৰ্ব্বকবির অনেক কথা, এমন কি অনেক পদের অংশ নিজ রচিত গীতে গ্রথিত করির লইয়াছিলেন। শুধু তাছাই নহে, স্থানে স্থানে বিদ্যাপতির ভণিতা ভাঙিয়া অথবা অসম্পূর্ণ পদ পাইরা তাহার নামের সহিত আপনার নাম গাথিয় দেন । যেমন— বিদ্যাপতি ভণ মিছে নহে ভাপী । গোবিন্দদাস কহ তুছ উহি সাপ। গীতান্তরে— এত করি বিষাদ ভাবি রঙ মাধব রাষ্ট্র প্র.মতে ভেল ভোর } গুণয়ে বিদ।াপতি গোবিন্দদাস তধি পূরল ষ্টত রস ওর , T-- পাপ পরীণ আন নাহি জানত কাস্থ, কাস্থ, করি কুর। বিদ্যাপতি কহ নিকরুণ মাধব গোবিন্দদাস রসপুর ॥ উদ্দেশু অসাধু নয়, কারণ তাহা হইলে গোবিন্দদাস বিদ্যাপত্তির নাম একেবারেই লোপ করিতে পারিতেন। সাগরসঙ্গমে শ্ৰোতস্বিনীয় যে আনন্দ, সহকার অবলম্বনে ‘চুতলতিকার যে আনন্দ, বিদ্যাপতির গাতে আপনার নাম মিশাইলে গোবিন্দদাসেরও সেই আনন্দ, কিন্তু বিদ্যাপতির গীতসঙ্কলনকারের পথে যে কণ্টক রোপণ করিয়া যাইতে ছেন, গোলিদাস সে কথা ভাবেন নাই। কণ্টক দেখিষা সঙ্কলনকারও সে পথে অগ্রসর হন নাই, এরূপ পদগুলি প্রায় পরিত্যাগ दे, বিষ্ঠাপতির প্রকাশিত-পদাবলী। నీ করিয়াছেন । কিন্তু এই পদগুলি যে বিদ্যাপতির,—রচনা, ভাষা ও ভাবগৌরব এবং যুক্ত ভণিতাই তাহার প্রকৃষ্ট প্রমাণ, এই সকল পদ বিদ্যাপতির সঙ্কলনেই সন্নিবিষ্ট হওয়৷ উচিত। গোবিন্দদাসের দৃষ্টাও অন্ত বৈষ্ণবকবিও অনুসরণ করিয়াছেন, যথা— বর্ণিত রাস বিদ্যাপতি শুর। রাধামোহন দাস রসপুর ॥ রাধামোহন ঠাকুর প্রনিবাস মাচার্যের পৌত্র, ইনি পদাম্ভসমুদ্রের সংগ্রহীতা ও টীকাকৰ্ত্ত । গোবিন্দদাস ও অপর কবিগণ বিদ্যাপতির ভণিতায় নিজ নিজ নাম সংযুক্ত করিয়াছেন বুঝিতে পারা যার, কিন্তু এমন পদ ও আছে, যাহার সম্বন্ধে কিছুই নিরূপণ করিতে পার। ষায় না । পদকল্পতরুতে নিম্নোক্ত পদটি আছে – গমন অবধি ভুয় নfহুল বিশেপ । ভি ১ ভরিয়; গেল দিনে দিনে রেখ ॥ ভাহি মেটি কোইউ ন শুনায়ে । বদন সেচই কেই জল লেই ধয়ে ॥ কি কহব মাধব কউলমুখী । যতনে জীয়াওল সকল সখী ॥ कtछ्क नलिनी कांछक 5म्मम । কোই কহয়ে অlওল নঙ্গলন্দন ॥ সরস মৃণাল হৃদয় ধরি কোই । টদকিরণে কেহো রাখয়ে গোই ॥ কেহ মলয়ানিল বারই টারে। কোই কর নয কিশলয় দুরে । মধুকরথুনি শুনি কোই মুদে কান। ., করতলতালে কোই কোকিল খেদান ॥ কাঙ্ক-দিগন্তহি কোন কোন बांबू। কেহো কেছে হরি তুঙ্গা গুণ পরথার ॥ নরনারায়ণ ভূপতি ভাগ। . বিজয়নারায়ণ ইছ রস গান ; 3 # এ পদটি কাহার রচিত মনে হয় ? বিদ্যা