পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

। क्षत्रार्थिनं । ، ولا [ ৪র্থ বর্ষ, বৈশাখ। .পতির শব্দ বলিয়া কোন সঙ্কলনকারের মনে হইতে পারে না, কিন্তু তাহাদিগের অপরাধ কি ? “বিদ্যাপতির পরিশিষ্টে’ও নরনারায়ণ অথবা বিজয়নারায়ণের নামগন্ধ নাই। অথচ বিদ্যাপতির পদাবলীর মৈথিল পৃথিতে এই পদ প্রায় অবিকল এই আকারে পাইয়াছি। প্রথম শ্লোক লক্ষ্য করিয়া দেখিবেন, ‘বিশেখ” (বিশেষ ) ও 'রেখ মিলিয়াছে। ‘ষ’য়ের উচ্চারণ ‘খ’য়ের মত আমাদের দেশে হয় না, মিথিলুায় হয় ; যখন মৈথিল উচ্চারণ প্রণালীতে মিল সাধিত হইয়াচ্ছে, তখন বুঝিতে পারা যায় যে, পদের ভাষাও মৈথিল। মৈথিল পুথি না পাইলে ত এ পদ কখনই বিদ্যাপতির সঙ্কলনে স্থান পাইত না ! এরকম কত ঘটিয়াছে, কে বলিতে পারে ? কত ভিক্ষক, কত তস্কর, বিদ্যাপতির রত্নভাণ্ডার হইতে যাঞ্জা বা লুণ্ঠন করিয়া ধনবান হইরাছে, কে তাহার সংখ্যা করিবে ? কিন্তু তাহাতে বিদ্যাপতির কি ক্ষতি হইয়াছে ? লক্ষ্মীর ভাণ্ডার অকাতরে দান করিলে কিংবা লুঠ করিলে ফুরাইয়া যায়, কিন্তু সরস্বতীর ভাণ্ডার কে শূন্ত করিতে পারে ? বিদ্যাপতির প্রসাদে অনেক কবি যশস্বী হইয়াছেন, কিন্তু তাহাতে কি এই বৈষ্ণবকবিকুলচুড়ামণির যশোরাশি ক্ষুণ্ণ হইয়াছে ?” * যে বস্তার মুখে বিদ্যাপতি পড়িয়াছিলেন, ক্ষুদ্র কবি হইলে তাহাতে ভাসিয়া যাইত। শ্ৰেষ্ঠ কবি সেই, অমুকরণে-বিকৃতিতে "হার গৌরব মান হয় না, কালের তরঙ্গাঘাতে शैtशंब्र ब्रांप्छाद्र उछेउत्र श्ध्र नां ।। ७कछि <অপ্রকাশিত কবিতার ভণিতায় বিদ্যাপতি আপনাকে কবিরাজ প্ৰলিয়াছেন। কবির রাজ্য, বাণীর রাজ্য—বাণী স্থির, কমলা চঞ্চল। বাণী যাহার মস্তকে রাজমুকুট পরাইয়া দেন, তিনি নিষ্কণ্টকে চিরকাল রাজ্যভোগ করেন । কবিতাই কবির সম্পত্তি, কবিতাই তাহার পরোস্নান । বিদ্যাপতি রাজার পরোমানায় হয়র্তাহার নামাঙ্কিত মোহর, না হয় তাহার পাঞ্জার ছাপ আছে, যাহাতে নাই, তাছা তাহার সামগ্রী নয়। শুধু ভণিতায় যদি বিদ্যাপতি হইত, তাহা হইলে ত বিদ্যাপতির পদের ভাবনা থাকিত না ! কোন পদ বিদ্যাপাতর, কোন পদে আংশিক বিকৃতি হহয়ছে, কোন পদ একেবারেই তাহার নয়, তাহা এই দেশের পদাবলা হইতেহ নিন্দেশ করিতে পার। ধায় । উদাহরণস্বরূপ তিনটি পদ উদ্ধৃত কারতোছ। প্রথম পদে দুইএকটি শব্দের সামান্ত রূপান্তর ঘটিয়াছে-- সখি হে হামারি দুখের নাহি ওয় রে । এ ভর বাদর মাহ ভাদর শুন মন্দির মোর রে - ঝঞ্চ ঘন গরজস্তি সস্তাত ভুবন ভরি বরিখস্তিয় । কাস্ত পাছন কাম দারণ সঘনে ধর শর হস্তিয় । কুলিশ কত শত পাত মোদিত ময়ুর নাচত মাতিয় । মত্ত দাদুরী ডাকে ডাহুকা ফাটি যাওয়ত ছাতিয় ॥ তিমির দিগ ভরি জোর যামিনী অধির বিজুরিক,—পাতির । , g বিদ্যাপতি কহ কইসে গোঙায়বি হরি বিঝু দিনরাতিয় । ইহাতে পাণ্ডার পুরা sti রহিৰ্গছে, একটি অঙ্গুলিচিত্ত্বও অস্পষ্ট নয়।