পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সংখ্যা । ] সাহিত্যপ্রসঙ্গ । ఫిdరి এইরূপ প্রভেদসত্ত্বেও তথাকার সৰ্ব্বত্র এক বঙ্গভাষাপ্রচলনে কোনপ্রকার উন্নতির ব্যাঘাত হয় নাই, বরং এক বিস্তৃত ভূখণ্ডের সন্মিলিত চেষ্টার সুবিধা পাইয়া উল্পত্তির পথ দ্বিগুণিতরূপে স্বপ্রসার লাভ করিয়াছে । T (৩) চট্টগ্রামের লোকের সঙ্গে কৃষ্ণনগরের লোক স্ব স্ব প্রাদেশিক ভাষায় কথোপকথনের চেষ্টা করিলেও পরস্পরের ভাব বুঝিয়া উঠিতে পারিবে না,— চট্টগ্রামের সঙ্গে কৃষ্ণনগরের কথার যত প্রভেদ, আসামীভাষার সঙ্গে কৃষ্ণনগরের কথার তুদপেক্ষ বেশী প্রভেদ নাই। প্রাদেশিক চলিতকথার ভাষা ( dialect ) এবং লিখিতভাষার প্রভেদ সৰ্ব্বত্রই দৃষ্ট হয়, এইজন্ত কথিত প্রয়োগের উপর অতিরিক্তরূপ লক্ষ্য রাখিয়া প্রধানভাষার দাবী অগ্রাহ করা উচিত নহে । লিঙ্কলনশায়ারের কৃষক যে ভাষায় কথাবাৰ্ত্তা বলিয়া থাকে, তাহার তুর্থ ইংরেজী কোন অভিধানে এবং তাহার কোন স্থত্র ইংরেজী কোন ব্যাকরণে পাওয়া যাইবে না – অথচ লিঙ্কলনশায়ারবাসী বিদ্যালয়ে ইংরেজী ভাষা পড়িয়া থাকে । তাহদের কথিতভাষা এইরূপ, যথা— 曼 “Th’ bechun. Theyme sum uth granddist okcawut uth Eggshce. karpits has avur an clapt mee een on, an ondur heawfoke cud fo inde ethur harto fur to cet thur shune on um.” ওয়েলস এবং স্কটুলণ্ডের অনেক স্বলের লোকের কড়িভাষী হঠাৎ শুনিলে ংরেজীভাষার সঙ্গে যে তাহাদের কোনরূপ وا সাদৃশু মাছে, তাহাই বোধ হইবে না,— অথচ ইংরেজীভাষা সেই সেই দেশের বিস্তালয়ে প্রচলিত আছে r ( ৪ ) বাংলাভাষার সঙ্গে আসামীভাষার যতটা এভেদ পাদ্রীগণ কল্পনা করিয়াছেন, প্রকৃতপক্ষে ততটা প্রভেদ নাই । বঙ্গীয় লেখকগণ অনেকসময় গৌড়ীয় সাধু ভাষায় পুস্তক লিথিয়া থাকেন—তাহা ঠিক সেই দেশের লোকেরাই অনেকস্থলে বুঝির উঠেন না। এতৎসম্বন্ধে ডাক্তার বুকনন লিথিয়াছেন—“বাংলা-সাধুভাষায় রচিত পুস্তকের ভাষা বাংলার সাধারণ লোকের এক সহস্রের মধ্যে একজন বুঝিতে পারে কি না, সন্দেহ ।” এরূপ অবস্থায় সেই ভাষার সঙ্গে কথিত আসামীভাষার তুলনা করির প্রভেদনির্ণয় করা সঙ্গত নহে । ( e ) মার্কিন পাদ্রী ব্রাউন্‌সাহেব উচ্চারণপ্রণালীর প্রতি লক্ষ্য রাখিয়া আসামীশব্দের ষেরূপ বর্ণবিদ্যাস করিয়াছেন, তাহ কতক পরিমাণে বৈজ্ঞানিক প্রণালীর অম্লযায়ী হইলেও দেশের চিরাগত প্রণালী হইতে স্বতন্ত্র । পাদ্রীদিগের তালিকা হইতে করেকটি বাংলাশব ও আসামীশৰ উদ্ধৃত করিয়া তুলনার জন্ত পাশাপাশি রাখিতেছি । বাংলা । আসামী । কিছু •... কিমু্য । ক্ষম . ... থেমা । বুড়া, বুৰ্হা । ধৰ্ম্ম ধরম । পরীক্ষা ... পরিখ্যা । মৰ্য্যাদা ... মজদ। . স্থির থির ।