পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. Y&8. ( ৬ ) বাংলাভাষী ক্রমেই ঐশ্বৰ্য্যশালিনী হইয়া উঠিতেছে। শিক্ষিত বহুলোকের প্রত্বে ইহা ক্রমশ নানাবিষয়ে শ্ৰীসম্পন্ন হইয়া সভ্যজগতের ভাষাগুলির সঙ্গে সমকক্ষতা করিতে প্রয়াসী। আসামীভাষায় কোন পুস্তকই নাই, বলিলে অত্যুক্তি হুইৰে না ;—সুতরাং এই উন্নতিশীল স্বপ্রসর বঙ্গভাষা শিথিবীর মুবিধা হইতে আসামবাসীদিগকে বঞ্চিত করিলে তাহারা অৰ্দ্ধশতাব্দীর জন্ত পশ্চাৎপদ হইয়া পড়িবে, এবং আর কোনকালে তাদৃশ উন্নতি লাভ করিতে সক্ষম হইবে কি না, বিশেষ সন্দেহের স্থল । (৭) বাংলাভাষা বিদ্যালয়সমূহে প্রচলিত অাছে। আমি নিজে বহুবার পরিদর্শন করিয়া দেখিয়াছি, আসামবাসী ছাত্রগণ ইহা পাঠ করিতে অণুমাত্রও অসুবিধা বোধ করে না। যে সকল অসুবিধার কথা লিখিভ হুইয়াছে, তাহ পাদ্রীমহাশয়গণের কল্পনাতেই বিশেষরূপে বিরাজিত । আফিসে বাংলাভাষা প্রচলিত অাছে, সে স্থানেও অতি সহজেই সমস্ত কাৰ্য্য মুনিৰ্ব্বাহ হইয়৷ থাকে, —এবং এক আনন্দরাম ফোকন ভিন্ন বঙ্গভাষার বিরুদ্ধে কোন শিক্ষিত আসামবাসী অগ্রসর হইয়াছেন বলিয়া আমার জান। নাই। বঙ্গদেশের ভিন্ন ভিন্ন প্রদেশে যেরূপ চলিতকথার প্রভেদসত্ত্বেও বঙ্গভাষাশিক্ষায় স্থানীয় লোক কোনই অসুবিধাবোধ করে না, এখানেও ঠিক তাহাই। , কারণ, আসামীভাষা বঙ্গভাষারই একটি প্রাদেশিক শাখামাত্র, এ সম্বন্ধে কোনই সংশয় নাই। বঙ্গদেশের, বিদ্যালয়সমূহেও ছাত্ৰগণ বাংলপুস্তক পড়িবার সময় স্ব স্ব প্রাদেশিক বঙ্গদর্শন। [ ৪র্থ বধ, জাষাঢ় । ভাষায় তাহার ব্যাখ্যা করে। এখানেও ঠিক তাহাই করিয়া থাকে। (৮) সমগ্র আসামে লোকের বাস । নিম্নপ্রদেশের জনসংখ্যা বেশী,—অপরাদ্ধের (শিবসাগর ও লক্ষ্মীপুর জেলার ) লোকসংখ্যা সমগ্রের অংশের অধিক হইবে না। খুব বেশী ধরিয়া লইলেও ঐ দুই জেলার লোকসংখ্যা ৩,৭০,০০০এর বেশী কোনক্রমেই হইতে পারে না । डेशंद्र भtथा अन्ान २,8०,००० रुझांफैौ dबर অপরাপর পাৰ্ব্বত্য অধিবাসী আছে । তাছাप्रिंशंरक शांम भेिटण बांब २,७०,००० ८गांक বাকি থাকে। যে ভাষায় মার্কিনের পাত্রীগণ পুস্তকাদি রচনা করিয়াছেন, তাহা এই ২,৩০,০০০ লোকের মাতৃভাষা। অবশিষ্ট ४,२०,००० ८व्यां८कब्र हेहाँ भाँङ्कडlषां नरश् । এই স্বল্পসংখ্যক লোকের মাতৃভাষাকে প্রাধান্ত দিয়া অধিকাংশ আসামবাসীদিগকে উক্তরূপ অধিকার হইতে বঞ্চিত কেন কৰু হইবে ? এই বহুসংখ্যক আসামবাসীদেরও তাহা হইলে স্বদেশীয়-ভাষা-শিক্ষার অভাবে সমস্ত উন্নতির পথ রুদ্ধ হইয়া যাইতে পারে । ৯ । মাসল কথা,আসাম,ভাষা বঙ্গভাষা হইতে স্বতন্ত্র কল্পনা করা অন্তায় । বাংলা’ ভাষা সংস্কৃতের প্রভাবে নূতনরূপে গঠিত হইতেছে,—ইহাতে উচ্চসাহিত্যের উপৰোগী মার্জিত ও ললিত শব্দসমূহ প্রবেশলাভ করিয়া ইহাকে বিচিত্ররূপে শক্তিশালিনী করিয়া তুলিয়াছে। এই ভাষাই আসামৰাগিগণের স্বাভাবিকনিয়মাজুসারে মাতৃछांव,-*७वर हेर्श नििश्ल कनिष्ण ठांशब्र সমগ্র জাতীয় উদ্ভমের সশ্বৰেত্বচেষ্টার ফল • ه ۰ و • * اولاد