পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ಕ್ಲಕೌ ಳಗ 11 সাহিত্যপ্রসঙ্গ । పోtఫి যদি এইরূপ যুদ্ধ করিয়া কোন মুসলমান হত হয়, তবে সে বেহস্তে যায়। এই ভাবে উত্তেঞ্জিত হইয়া আমি কাফেরদিগের বিরুদ্ধে যুদ্ধ করা স্থির করিলাম, কিন্তু চীনবাসী কুষ্ঠেরদিগের বিরুদ্ধে অথবা হিন্দুস্থানবাসী কাফেরদিগের নিরুদ্ধে যাত্রা করিব, অনেকদিন তাহ স্থির করিতে পারি নাই। এই বিষয়টি মীমাংসা করিবার জন্য আমি কোরাণ খুলিয়া খোদাতালার ইচ্ছা জানিতে লক্ষণ খুজিলাম। কোরাণের যে বয়েংটি আমার প্রথম চক্ষে পড়িল, তাহা এই—“হে স্বগীয় দূতু, তুমি নাস্তিক ও কাফেরদিগের সঙ্গে যুদ্ধ কর এবং তাহাদিগকে নিষ্ঠুরভাবে দমন কর।”

  • আমার সচিবের মধ্যে অনেকে বলিল— “হিন্দুস্থানের অধিবাসিগণ নাস্তিক ও

কাফের ।” “সৰ্ব্বশক্তিমান খোদাতালার আদেশামুসারে আমি কাফেরদিগের বিরুদ্ধে অভিযান করা স্থির করিলাম । রাজ্যময় আদেশ প্রচার করির দিলাম—যেন প্রধান আমিরবর্গ, জ্ঞানবৃদ্ধগণ এবং সেনাপতিগণ আগেীণে আমার সূঙ্গে সাক্ষাৎ করেন। যখন তাহারা সকলে সমবেত হইলেন, তখন আমি বলিলাম, ‘খোদাতলা ও মহম্মদের আদেশে আমাদিগের কাফেরগণের বিরুদ্ধে যুদ্ধ করা কর্তব্য হইয়া পড়িয়াছে, এই ধৰ্ম্মযুদ্ধের জন্ত আমি প্রস্তুত,—এখন চীন কিংবা ভারতবর্ষ, এই জুই সাম্রাজ্যের মধ্যে কোনটির বিরুদ্ধে যাত্র করিব, তাহ স্থির করিত্যুে পারি নাই। এ সম্বন্ধে আপনাদের মশু-কি ? co “র্তাহার। অনেক জ্ঞানগর্ভ ধৰ্ম্মশাস্ত্রের" কথা বলিলেন এবং শেষে জানাইলেন, “ভারতবর্ষবিজয়ের চামিপ্রকার অস্তুরায় আছে, তাহা আয়ত্ত না করিলে দেশাধিকারের সম্ভাবনা নাই।’ * @ “প্রথম অস্তুরায়-পঞ্চনদ। এই স্বাভাবিক বাধা সৰ্ব্বপ্রথমেই আমাদের পথে দাড়াইবে— উপযুক্তসংখ্যক নৌকা ও সে তুর ব্যবস্থা না করিতে পারিলে নদী অতিক্রম করিবার উপায় নাই । - “দ্বিতীয় অন্তরায়—ভারতবর্ষের অভেদ্য ও দুরতিক্রম্য বনরাজি, অনেকস্থলে পাহাড় ভেদ করিয়া যাইতে হইবে—তাহা বড়ই দুরূহ। “তৃতীয় অন্তরাঞ্জ --প্রৰলপরাক্রাস্ত কাফের রাজা ও জমিদারগণ । তাহারা বন্যপশুর স্থায় ভরানক ও অদম্য । “চতুর্থ অস্তুরায়—অসংখ্য হস্তী। এই হস্তিবলই ভারতবর্ষীয় লোকের প্রধান সহায় । মেঘের ন্তায় বিরাট হস্তিযুথকে অগ্ৰে স্থাপন করিয়া তাহারা যুদ্ধযাত্রা করিয়া থাকে। এই হস্তিগণ এরূপ সুশিক্ষিত যে, অনেকসময় বিপক্ষদলের অশ্বারোহী সৈন্তদিগকে অশ্বের সহিত শুওদ্বারা শূন্তমার্গে উত্তোলন করিয়া সবলে ভূতলে নিক্ষেপ করে,--অশ্ব ও অখারোহী চূৰ্ণবিচূর্ণ হইয়া যায়।’ “কোন কোন সচিব বলিলেন, ‘সুলতান মহম্মদ সব কুগিন ৩০,০০০ অশ্বারোহী সৈন্ত লইয়া ভারতবর্ষ জয় করিয়াছিলেন, আর আমাদের আমির ( তাইমুরের উপাধি ).কি সবক্তগিন অপেক্ষ কোন অংশে লুনি ? ইচ্ছা করিবামাজ একলক্ষ তাতারের মঙ্গারোহী সৈন্ত এই মুহুর্তে র্তাহার জঙ্গ প্রাণ দিতে