পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সংখ্যা । ] দ্বিতীয় পদ সম্পূর্ণ উদ্ধৃত করিবার यदब्रांछन नाहे

  • কি করিব কোথা ঘাৰ সোয়াথ ন৷ छ्ग्न ! না যায় কঠিন প্রাণ কিবা লাগি রয়।

• পিয়ার লাগিয়া হাম কোন দেশে যাব। c রজনী প্রভাত হইলে কার মুখ চাব । বিদ্যাপতি কবি ইহ দুখ গান। রাজা শিবসিংহ লছিম পরমাণ । ভণিতায় কবির, রাজা শিবসিংহ ও লছিমদেবীর নাম থাকিলেও, কলিকাতায় টাকায় ছয় সের হিসাবে ঘেমন থাটি দুধ পাওয়া যায়, এই পদ সে হিসাবে ও বিদ্যাপতির খাটি পদ ময় । কোন কোন পদে চওঁীদাস ও অপর কবিদিগের পদাংশের সংযোজন। আছে । চণ্ডীদাসের রচনা বিদ্যাপতির প্রতি আরোপ করা শুধু গুরুতর অপরাধ নহে, অজ্ঞ তার প্রমাণ, কারণ উভয় কবির ভাষায় কিছুমাত্র সাদৃপ্ত নাই । আর একটি পদের কয়েক পংক্তি উদ্ধৃত করিতেছি e আজি কেন তোমায় এমন চেপি । সঘনে দুলিছে অরুণ আঁগি । অঙ্গ মোড় দিয়া কহিছ কথা । ন জানি জ্ঞ স্তরে কি ভেল ব্যথ } অচিরে কাঞ্চন ঝলকে দেশি । প্রেম কলেলর দিয়াছে সাখি ॥ বিদ্যাপতি কহ এ কথfদড় । * গোপত পিরীতি বিযম বড় । এই পদটিকে মনে কোন দ্বিধা না করিয়া, বিন! আপত্তিতে যদি কেহ বিদ্যাপতির পদ বলিয়া গ্রহ করেন, তাহ ফুল তাহাকে বিদ্যাপতির-বিশেষত্ব ও মৌলিকত্ব বুঝাইবার চেষ্টা করা বৃথা। যে কয়েকটি সঙ্কলনে এই পদ বিদ্যাপতির প্রকাশিত পদাবলী। . SS দেখিয়ছি, তাহার কোন-কোনটিতে ইহার, সম্বন্ধে কোনপ্রকার অভিমত প্রকাশিত হয় নাই। বিশুদ্ধ অথবা অবিশুদ্ধ বাংলায় এখন যদি কেই পদ রচনা করিয়া তাহাতে বিদ্যাপতির নাম জুড়িয়া দের, তাহা হইলেও • হয় ত সঙ্কলনকার জাহাকে সংগ্ৰহভূক্ত করেন । পক্ষাস্তরে, ভণিত না থাকিলেও ষে • বিদ্যাপতির পদ হইতে পারে, সঙ্কলনকারগণ সে সম্ভাবনার দূর কল্পনাও করিতে পুারেন নাই, কিন্তু এরূপ অনেকগুলি পদ অাছে, এবং ভণিত না থাকিবার কারণ নির্ণয় করা ও কঠিন নহে। পদকল্পতরুতে এই পদটি পাইয়াছি— * 锡》 মনমথ তোহে কি কহব অনেক । দিঠি অপরাধে পরাণ পয় পীড়দি এ তুয়া কোন বিবেক । ডাহিন নয়নে পি শুনগণ বারণ * 。 পরিজন বামহি আধ। • * *, আধ নয়নকোণে যব হরি পেখলু তাহে ভেল এত পরমাদ ॥ পুরবাহির পথ করত গতাগত কো নাহি হেরত কণন । তোহারি কুসুমশর কতিহু না সঞ্চর হামারি হৃদয়ে পাচ বাণ ॥ পদকল্পতরু হইতে আরও একটি পদ উদ্ধত করিতেছি— 翁 鹼 সজনি তেজলু क्वीवनक আশ । - দারণ বরিখ अँडे डश अखत्र নাহ রহল পরবাস ॥ ... " বাদর দরদর নাহি कैिन অবসর গরগর গরজে ঘনঘট । অনিল ছিলোল पनcभर्षcषब्रन •• ' যামিনী ফলকত তড়িতছন্ন।