পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>- ملجرا\ھ আকাশের সমস্ত তারা উন্মীলিত হইয়াছে । এখানকার এই উন্মুক্ত আকাশ ও দিগন্তপ্রসারিত প্রাস্তরের মাঝখানে আমি তাহার উদঘাটিত উন্মুখ হৃদয়ের অস্তর্দেশে দৃষ্টিক্ষেপ করিবার অবকাশ পাইয়াছিলাম। এই নবীন হৃদয়টি তখন প্রকৃতির সমস্ত ঋতুপরম্পরার রসম্পর্শে, সাহিত্যের বিচিত্র ভাবান্দোলনের অভিঘাতে ও কল্যাণসাগরে আপনাকে সম্পূর্ণ জলাঞ্জলি দিবার আনন্দে অহরহ স্পন্দিত হুইতেছিল। এই সময়ে সতীশ ব্রহ্মবিদ্যালয়ের বালকদের জন্ত উতঙ্কের উপাখ্যান অবলম্বন করিয়া “গুরুদক্ষিণা”নামক কথাটি রচনা করিয়াছিল। এই ক্ষুদ্র কথাগ্রন্থটির মধ্যে সতীশ তাহার ভক্তিনিবেদিত তরুণ হৃদয়ের সমস্ত অসমাপ্ত আশা ও আনন্দ রাখিয়া গেছে—ইহা শ্রদ্ধার রসে সুপরিণত ও নবজীবনের উৎসাহে সমুজ্জল—ইহার মধ্যে পূজাপুষ্পের স্বকুমার বঙ্গদর্শন । [ ৪র্থ বর্ষ, শ্রাবণ । শুভ্রতা অতি কোমলভাবে অম্লান রহিয়াছে। এই গ্রন্থটুকুকে সে শিল্পীর মত রচনা করে নাই –এই আশ্রমের আকাশ, বাতাস, ছায়৷ ও সতীশের সদ্য-উদ্বোধিত প্রফুল্ল নবীনস্থদয়ে মিলিয়া গানের মত করিয়া ইহাকে ধ্বনিত করিয়া তুলিয়াছে। ** গ্রন্থসমালোচনা করিতে বসিয়া গ্রন্থের কথা অতি অল্পই বলিলাম, এমন অনেকে মনে করিতে পারেন । বস্তুত তাঁহা নহে । সতীশের জীবনের যে অংশটুকু আমি জানি, সেই অংশের পরিচয় এবং এই গ্রন্থের আলোচনা, একই কথা । এই বুঝিয়া পাঠকগণ যখন “গুরুদক্ষিণা” পাঠ করিবেন, তখনই তাহার এই গদ্যকাব্যটির সৌন্দর্য্য সম্পূর্ণরূপে ধারণা করিতে পারিবেন । গ্রন্থে যাই। আছে, গ্ৰন্থই তাহার পরিচয় দিবে, গ্রন্থের বাহিরে যাহা ছিল, তাহাই আমি বিবৃত করিলাম । সার সত্যের আলোচনা । " ~~>:8pష్ట్రాter: #r~... কুরুক্ষেত্র-ব্যাপার। বিগত প্রবন্ধে মামরা কাণ্টীয় দুর্শনের অন্ধিসন্ধি-প্রদেশ . পর্য্যবেক্ষণ করিতে করিতে বিষম এক সঙ্কটস্থানে আসিয়া পড়িয়াছি । এই প্রদেশটির আশপাশের গলিঘুজিতে ভয়ানক ডাইনামাইটু—সৰ্ব্বসংশয়—নিশ্ছিদ্র যুক্তি-পরিচ্ছদে চাপাচুপি দেওয়া রহিয়াছে, তাহা আমি জানি। জানিয়াও তবু যে তাহাকে আমি ঘাটাইতে ভয় পাইতেছি না —সে কেবল দেশীয়শাস্ত্রের মন্থনসস্তৃত মৃত সঞ্জীবনী স্বধার মাহাস্থ্যগুণে। পাশ্চাত্য দর্শনের কিন্তু বড়ই দুর্দশা! কাণ্টের সময়ের অনতিপূৰ্ব্বে ইউরোপীয় ভট্টাচাৰ্য্য-মহলে নানা শ্রেণীর নানা দর্শনকার নানা মতামতের মনোরাজ্য বাতালে ফাদিয়া সেই সেই মেনোরাজ্যের গন্ধৰ্ব্বনগরগুলাকে বাস্তবিৰু