পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, চতুর্থসংখ্যা। ] ৰ, .ৎ—এতগুলি পৃথক পৃথক ধ্বনি ) ; আরএকটি হ’চ্চে অন্তরিক্রিয়ের সংযোজনা-ক্রিয়৷ ( যেমন, ঐ পৃথকৃ পৃথক্ ধ্বনিগুলি একত্র সংযোজনা করিয়া “করতলন্তস্ত-আমলকীযৎ” এই একটি সমগ্র শব্দ গড়িয়া তোলা)। পরে-পরে ঘটিল যাহা, তাহা এই ? -- গুরু বলিলেন—“শুনিতেছ ? না, শুনিতেছ না ?” শিষ্য বলিলেন—“শুনিতেছি । আজ্ঞ করুন!” গুরু বলিলেন —“করতলন্তস্ত-আমলকবৎ।” শিষ্য এবারে দিব্য সজাগ ! কএর পরে যেন্ত্ৰি শুনিলেন র, অম্বি তিনি পলায়নোদ্যত ক-কে স্মরণে ধরিয়া-রাখিয় তাহার সঙ্গে র জুড়িয়া দিলেন ; তাহার পরে যেমি শুনিলেন ত, আমি তিনি পলায়নোদ্যত কর-কে স্মরণে ধরিয়া-রাধিয়া তাহার সঙ্গে ত জুড়িয়া দিলেন ; তাহার পরে যেমি শুনিলেন ল, আমি তিনি পলায়নোপ্তত করত-কে স্মরণে ধরিয়া রাখিয়া তাহার সঙ্গে ল জুড়িয়া দিলেন ; ল জুড়িয়া-দিয়া পাইলেন করতল । ইহার নাম সংযোজনা । এইরূপ করিয়া শিষ্যটি ক, র, ত,• ল, স্ক, স্ত, আl, ম, ল, ক, ব, ৎ— এতগুলি মুহূৰ্ত্তপরম্পরাগত ধ্বনির মোট বাধিয়া একটা বিরেশীসিক্কে ওজনের শব্দ অন্তঃকরণের মুষ্টির মধ্যে ধরিয়া পাইলেন—কি ? না, করতলন্তস্ত-আমলকবৎ । " এ শব্দটি অনেকের যোগে এক, তাহা দেখিতেই পাওয়া যাইতেছে। ইহারি নাম যোগাত্মক ॐङ्] (synthetic unity) costs ”e e ۰-یه چی Baii শিব্যের কৰ্ণ যেমন রহিয়াছে অভ্যt- • বন্ধনস্বত্র সঞ্চারিত করিতেছেন। • সার সত্যের,অালোচনা । ১৭৩ গত ধ্বনুিপরম্পরা’র প্রতি দ্বার খুলিয়া, র্তাহার চক্ষু তেমনি রহিয়াছে গুরুমুখের প্রতি একদৃষ্টে চাহিয়া r শিয্যের কর্ণকুহরে ধ্বনিপরম্পরা যাহা প্রবেশ করিতেছে, তাহ গুরুমুখের সহিত ধাৰ্য্যকারণস্থত্ৰেসমৃদ্ধ। শিষ্য দুইভাবের দুইতরে সংযোজনা এক সঙ্গে চালাইতেছেন ঃ—একদিকে তিনি সমষ্টিভাবের ঐক্যস্থত্রে বঁাধিয়া অনেক ধ্বনিকে এক করিয়া ফেলিতেছেন ; আর-এক দিকে তিনি কাৰ্য্যকারণ-ভাবের ঐক্যসূত্রে বাধিয়া উচ্চরিত ধ্বনিপরম্পরকে গুরুমুখের ওষ্ঠকম্পনের সহিত এক করিয়া ফেলিতেছেন। হ’চ্চে প্ৰবৰ্ত্তক (active), বায়ুর শাব্দিক কম্পন হ’চ্চে অনুপ্রবৃত্ত (passive ) । শিষ্যের কর্ণকুহর হইতে গুরুমুখের ওষ্ঠকম্পন পৰ্য্যস্ত ঐ-যে একপ্রকার প্রবৃত্ত-প্রবর্তকের তরঙ্গমালা নাচিয়া চলিতেছে—শিষ্য ঐ অনেকাত্মক ব্যাপারটিকে কাৰ্য্যকারণস্থত্রে গাথিয়া অন্তঃকরণমধ্যে এক বলিয়া গ্রহণ করিতেছেন । এই যে দুই ভাবের দুইতরে ঐক্যসূত্ৰ দেখিতে পাওয়া গেল—(১) সমষ্টিভাষের ঐক্যস্বত্র এবং (২) কাৰ্য্যকারণ-ভাবের ঐক্যস্বত্র, এ দুই ঐক্যস্বত্র একই মৌলিক ঐক্যস্থত্রের দুইটি শাখা বই নয়। সে যে মৌলিক ঐক্যস্বত্র, তাহ আর-কিছু না-ক্যান্ট, যাহাকে বলেন, সংবিতের যোগাত্মক ঐক্য। একই সংবিৎ-সেনাপতি পিছনে দাড়াইয়া-থাকিয়া পৃথক পৃথক প্রত্যেক সৈন্তবিভাগের মধ্যে, তথৈব, সমগ্র সৈন্তমণ্ডলীর মধ্যে, একত্বের গুরুমুখের ওষ্ঠকম্পন